Rohit Sharma

ব্যাটে রানের খরা, তার মাঝেই নতুন কীর্তির সামনে রোহিত, ভাঙতে পারেন দ্রাবিড়ের নজির

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে নতুন নজিরের সামনে রোহিত শর্মা। রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যেতে পারেন ভারত অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ব্যাটে রান নেই রোহিত শর্মার। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তিনি। তার মাঝেই কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে নতুন নজিরের সামনে রোহিত। রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যেতে পারেন ভারত অধিনায়ক।

Advertisement

কটকে ২২ রান করতে পারলেই এক দিনের ক্রিকেটে রানের নিরিখে দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন রোহিত। সেটা হলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রানের মালিক হবেন তিনি। ৩৪৪টি এক দিনের ম্যাচে দ্রাবিড়ের রান ১০,৮৮৯। তিনি ১২টি শতরান ও ৮৩টি অর্ধশতরান করেছেন। ভারতের যে দুই ব্যাটারের টেস্ট ও এক দিনের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান রয়েছে তাঁদের মধ্যে এক জন দ্রাবিড়। অপর জন সচিন তেন্ডুলকর।

ভারতের হয়ে ২৬৬টি এক দিনের ম্যাচে রোহিতের রান ১০,৮৬৮। তিনি ৩১টি শতরান ও ৫৭টি অর্ধশতরান করেছেন। অর্থাৎ, কটকে ২২ রান করলেই রোহিতের রান হবে ১০,৮৯০। দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন তিনি।

Advertisement

তালিকায় সকলের উপরে সচিন। ৪৬৩টি এক দিনের ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন তিনি। ৪৯টি শতরান রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির রান ১৩,৯০৬। এক দিনের ক্রিকেটে বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে ৫০টি শতরান করেছেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক দিনের ক্রিকেটে ১১,৩৬৩ রান করেছেন তিনি। ২২টি শতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement