Shubman Gill on Australia Series

টেস্ট শেষ হতেই মাথায় এক দিনের সিরিজ়! অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা বিমানেই সেরে ফেলতে চান শুভমন

অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ় জিতেছেন শুভমন গিল। এ বার সামনে এক দিনের সিরিজ়। সেই সিরিজ় নিয়ে এখন থেকেই মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন ভারতের এক দিনের দলের নতুন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১১:৪৪
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

টেস্ট সিরিজ় শেষ হতেই শুভমন গিলের মাথায় এক দিনের সিরিজ়ের পরিকল্পনা। মঙ্গলবার দিল্লির মাঠে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ় জিতেছে ভারত। অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্ট সিরিজ় জিতেছেন শুভমন। এ বার সামনে অস্ট্রেলিয়া সফর। সেখানে ভারতের এক দিনের দলের নতুন অধিনায়ক শুভমন। সাদা বলের ক্রিকেটে নিজের প্রথম সিরিজ় নিয়ে এখন থেকেই মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন শুভমন। অস্ট্রেলিয়া পৌঁছোনোর আগেই সেই সিরিজ়ের পরিকল্পনা সেরে ফেলতে চাইছেন তিনি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়কে হারানোর পরেই শুভমনের কাছে প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়া সিরিজ়ের পরিকল্পনা কি হয়েছে? জবাবে শুভমন বলেন, “লম্বা বিমানযাত্রা রয়েছে। বিমানেই গৌতি ভাইয়ের (প্রধান কোচ গৌতম গম্ভীর) সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারব।” শুভমনের কথা থেকে পরিষ্কার, অস্ট্রেলিয়া নেমে নয়, তার আগেই তিনি পরিকল্পনা সেরে ফেলতে চাইছেন।

দিল্লিতে ফলো-অন করিয়েও ইনিংসে হারতে পারেনি ভারত। কেন দ্রুত ফলো-অনের সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তার ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। শুভমন বলেন, “আমরা প্রায় ৩০০ রান এগিয়ে ছিলাম। ভেবেছিলাম, শেষ দিন যদি ৫০০ রানেও এগিয়ে থাকি এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ৬,৭ উইকেট তুলতে হয় তা হলে সমস্যা হতে পারে। সেই কারণেই ফলো-অন করিয়েছিলাম।”

Advertisement

এই সিরিজ়ে পেসার-অলরাউন্ডার হিসাবে নীতীশ কুমার রেড্ডিকে হারিয়েছে ভারত। কিন্তু দু’টি টেস্টেই তাঁকে বিশেষ কিছু করতে হয়নি। দিল্লিতেও বল করেননি। তাঁকে শুধু বিদেশের মাটিতে খেলা ক্রিকেটার হিসাবে তৈরি করতে চায় না ভারতীয় দল। শুভমন বলেন, “আমরা চাই না, ও শুধু বিদেশের মাটিতে খেলা ক্রিকেটার হয়ে থাক। সেই কারণেই ওকে ভারতেও খেলানো হচ্ছে। কারণ, শুধু বিদেশের মাটিতে খেললে ক্রিকেটারের উপর চাপ বেশি পড়ে। আমরা জানি, ও ম্যাচ উইনার। তাই সব পরিবেশেই ওকে খেলাতে চাই।”

ম্যাচের সেরা কুলদীপ যাদব:

দিল্লিতে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন কুলদীপ। ম্যাচের সেরা হয়েছেন তিনি। কুলদীপ জানিয়েছেন, এই উইকেটে বল করা অত সহজ নয়। অনেক বেশি ওভার বল করতে হয়। তিনি বলেন, “এই উইকেট সম্পূর্ণ আলাদা। এখানে অনেক বেশি ওভার বল করতে হয়। এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।”

রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর ভারতের স্পিন আক্রমণের নেতা রবীন্দ্র জাডেজা। সিনিয়র এই সতীর্থ তাঁকে কতটা সাহায্য করেন সে কথাও জানিয়েছেন কুলদীপ। তিনি বলেন, “জাড্ডু ভাই আমাকে খুব সাহায্য করে। সাধারণত, প্রথম একাদশে না থাকলে সকলে একটু আরাম করে। কিন্তু জাড্ডু ভাই আমাকে একই রকম পরিশ্রম করতে বলে। সব সময় ম্যাচের জন্য তৈরি থাকতে বলে। ওর কথা আমাকে অনুপ্রাণিত করে।”

সিরিজ়ের সেরা রবীন্দ্র জাডেজা:

কেরিয়ারে টেস্টে ত়ৃতীয় বার সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন জাডেজা। ভারতের এই দলে জাডেজার ভূমিকা অনেক বেশি। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই তাঁকে বড় দায়িত্ব নিতে হয়। সেই চ্যালেঞ্জটা নিয়েছেন তিনি। জাডেজা বলেন, “গত পাঁচ-ছয় মাস ধরে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, সেটাই ধরে রাখতে তাই। গৌতি ভাই বলে গিয়েছে, আমি এখন দলের ছ’নম্বর। তাই আমি বিশেষজ্ঞ ব্যাটারের মতোই ভাবছি। তাতে সুবিধা হচ্ছে। আগে সাত, আট, ন’নম্বরে নামতাম। তাই মানসিকতাও অন্য রকম ছিল। এখন ক্রিজ়ে অনেক বেশি সময় কাটাতে চাইছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement