Abhishek Sharma on Suryakumar Yadav and Shubman Gill

সূর্য, শুভমন বিশ্বকাপে ভারতকে জেতাবেন! রান না পাওয়া দুই ব্যাটারের উপরেই ভরসা সতীর্থের

দু’জনেরই ব্যাটে রান নেই। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন। সেই শুভমন গিল ও সূর্যকুমার যাদবের উপরেই ভরসা করছেন সতীর্থ অভিষেক শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১১
Share:

সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতার নাম এখন সূর্যকুমার যাদব ও শুভমন গিল। ব্যাটে রান নেই ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তাঁরা। অথচ সেই দুই ব্যাটারের উপরেই ভরসা রাখছেন সতীর্থ অভিষেক শর্মা। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতাবেন সূর্য, শুভমন।

Advertisement

ধর্মশালায় ভারতের জয়ের পর অভিষেক বলেন, “আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই। ওরা দু’জন টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জেতাবে। তার আগেও জেতাবে। ওদের সঙ্গে আমি অনেক দিন ধরে খেলছি। বিশেষ করে শুভমনের সঙ্গে ছোট থেকে খেলছি। আমি জানি, যে কোনও পরিস্থিতি থেকে ওরা ম্যাচ জেতাতে পারে।”

অভিষেক জানিয়েছেন, শুধু তিনি নন, গোটা দলের ভরসা রয়েছে দুই ব্যাটারের উপর। তিনি বলেন, “আমরা সকলেই সূর্য ভাই, শুভমনকে ভরসা করি। আমি জানি, খুব তাড়াতাড়ি ওদের রানের মধ্যে দেখতে পাব। চিন্তার কিছু নেই।”

Advertisement

ধর্মশালায় ১১৮ রান তাড়া করতে গিয়ে ২৮ বলে ২৮ রান করেন শুভমন। আগের ম্যাচের থেকে ভাল খেললেও বেশ কয়েকটি বলে সমস্যায় পড়েন তিনি। আবার একটি ভিতরে ঢুকে আসা বলে বোল্ড হন। শেষ দিকে নেমেছিলেন সূর্য। ম্যাচ জিতিয়ে ছাড়া উচিত ছিল তাঁর। কিন্তু সেখানেও রান পাননি তিনি। ১১ বলে ১২ রান করে আউট হন। দু’টি চার মারেন। তার পরে নিজের পছন্দের শট মারতে গিয়ে আউট হন। যে শটে আগে তিনি চোখ বন্ধ করে ছক্কা মারতেন সেই শটই ডোবাচ্ছে অধিনায়ককে।

সূর্য অবশ্য ততটা ভাবছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, “নেটে খুব ভাল ব্যাট করছি। রান আসবেই। হ্যাঁ, এখন রান পাচ্ছি না। রানে নেই, ফর্মে আছি। আশা করছি, শীঘ্রই ফর্মে ফিরব।” ২০২৫ সালে পেসারদের বিরুদ্ধে ১৮ ইনিংসে মাত্র ১২২ রান করেছেন সূর্য। ১৪ বার আউট হয়েছেন। এই বছর তাঁর ব্যাটিং গড় ১৪.২। শুভমনও ওপেনিংয়ে ফেরার পর থেকে রান পাননি। ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে সরিয়ে তাঁকে ওপেন করানোর সিদ্ধান্তের সমালোচনা চলছে। তার মাঝেই দু’জনের উপর ভরসা দেখালেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement