Ruturaj Gaikwad

রুতুর ‘রাজ’! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের, কী নজির গড়লেন দলের ওপেনার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২২৩ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। কুড়ি-বিশের ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় ব্যাটার। কী নজির গড়েছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১১:৫৬
Share:

রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র

বিশ্বরেকর্ড করলেন রুতুরাজ গায়কোয়াড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে প্রতিটি ম্যাচেই দলকে ভাল শুরু দিয়েছেন তিনি। ধারাবাহিক ভাবে রান করেছেন। আর সেটা করেই বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় ব্যাটার।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ২২৩ রান করেছেন রুতুরাজ। গড় ৫৫.৭৫। একটি শতরান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে সর্বোচ্চ রান করেছেন রুতুরাজ। এর আগে এই রেকর্ড ছিল মার্টিন গাপটিলের। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২১৮ রান করেছিলেন তিনি। গাপটিলের সেই রেকর্ড ভেঙে ফেলেছেন রুতুরাজ।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টির একটি দ্বিপাক্ষিক সিরিজ়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন রুতুরাজ। তালিকায় সবার উপরে লোকেশ রাহুল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

Advertisement

বিশ্বকাপ ফাইনালে হারের পর টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জেতে ভারত। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে সিরিজ়ে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ় জিতে যায় ভারত। শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও সেই ম্যাচে টান টান লড়াই হয়। শেষ পর্যন্ত ৬ রানে জিতে সিরিজ় ৪-১ ব্যবধানে জিতে যায় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন