Virat Kohli Record in Champions Trophy

৭ নজির: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়লেন বিরাট কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এই জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাতটি নজির গড়েছেন ভারতীয় ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:৫৯
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সাতটি নজির গড়েছেন ভারতীয় ব্যাটার।

Advertisement

কোহলির সাত নজির:

১) ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। এই প্রতিযোগিতায় ১৮টি ম্যাচে ৭৪৭ রান করেছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। ৭০১ রান করেছিলেন তিনি। শিখরকে টপকেছেন কোহলি। তাঁর আগে রয়েছেন একমাত্র ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেল (৭৯১ রান)।

২) আইসিসি প্রতিযোগিতায় যুগ্ম সর্বাধিক ফাইনাল

আইসিসি প্রতিযোগিতায় ন’টি ফাইনাল খেলেছেন কোহলি। তার মধ্যে দু’টি এক দিনের বিশ্বকাপ, দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তিনি ছাড়া আর এক জনেরই আইসিসি প্রতিযোগিতায় ন’টি ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হলেন রোহিত শর্মা। তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি, দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একটি এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছেন ভারত অধিনায়ক।

৩) দ্রুততম ১৪ হাজার রান

এক দিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান করেছেন কোহলি। পাকিস্তান ম্যাচে এই মাইলফলক হয়েছে তাঁর। ২৮৭টি ইনিংসে ১৪ হাজার রান করেছেন কোহলি। সচিন তেন্ডুলকর ১৪ হাজার রান করতে ৩৫০টি ইনিংস খেলেছিলেন।

৪) ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ক্যাচ

এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরেছেন কোহলি। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচে সাতটি ক্যাচ ধরেছেন তিনি। তাঁর মোট ক্যাচের সংখ্যা ১৬১টি। এত দিন এই রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের (১৫৬)। কোহলির সামনে রয়েছেন একমাত্র মাহেলা জয়বর্ধনে (২১৮)।

৫) পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ভারতীয় হিসেবে শতরান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে এর আগে ভারতের কোনও ক্রিকেটার শতরান করতে পারেননি। সেই নজির গড়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ২৪১ রান তাড়া করতে নেমে ১০০ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটার।

৬) চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি প্রতিযোগিতায় সর্বাধিক ৫০-এর বেশি রান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাত বার ৫০ বা তার বেশি রান করেছেন কোহলি। প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। পাঁচ ব্যাটার ছ’বার এই কীর্তি করেছেন। তাঁরা হলেন— শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা। এক দিনের আইসিসি প্রতিযোগিতাতেও সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান এসেছে কোহলির ব্যাট থেকে। ২৪ বার এই কীর্তি করেছেন তিনি। কোহলি ছাপিয়ে গিয়েছেন সচিনকে (২৩)।

৭) আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান

সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন কোহলি। তাঁর রান ২৭,৫৯৯। তিনি ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে (২৭,৪৮৩)। শীর্ষে রয়েছেন সচিন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারার রান ২৮,০১৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement