Hardik Pandya Creates Record

ধর্মশালায় রেকর্ড হার্দিকের, প্রথম ভারতীয় হিসাবে গড়লেন নজির, বল হাতে কীর্তি বরুণেরও

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ড্য। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই নজির গড়েছেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৪
Share:

ধর্মশালায় উইকেট নেওয়ার পর উল্লাস হার্দিক পাণ্ড্যের। ছবি: পিটিআই।

আগের ম্যাচে ভাল বল করতে পারেননি। নইলে এই রেকর্ড আগেই হতে পারত। মুল্লানপুরে না হলেও ধর্মশালায় নজির গড়লেন হার্দিক পাণ্ড্য। বল হাতে একটি উইকেট নিয়েছেন হার্দিক। সেই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই নজির গড়েছেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

হার্দিক প্রথম ভারতীয় অলরাউন্ডার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন ও ১০০ উইকেট নিয়েছেন। ধর্মশালায় নামার আগে তাঁর ঝুলিতে ছিল ৯৯ উইকেট। দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারে ট্রিস্টান স্টাবসকে আউট করেন তিনি। ১০০ উইকেটের মালিক হন তিনি। ম্যাচে তিন ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হার্দিক।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হার্দিকের আগে এই ক্লাবে পৌঁছেছেন বাংলাদেশের শাকিব আল হাসান, মালয়েশিয়ার বীরনদীপ সিংহ, আফগানিস্তানের মহম্মদ নবি ও জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের নিদা দার, অস্ট্রেলিয়ার এলিস পেরি, উগান্ডার জানেট এমবাজ়াবি, নিউ জ়িল্যান্ডের সোফি ডিভাইন ও ওয়েস্ট ইন্ডিজ়ের হেইলি ম্যাথুজ় ১৫০০ রান করার পাশাপাশি ১০০ উইকেট নিয়েছেন।

Advertisement

এই সিরিজ়ে আর একটি নজির গড়তে পারেন হার্দিক। বিশ্বের তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হতে পারেন তিনি। ধর্মশালায় ব্যাটিং পাননি হার্দিক। পরের দু’টি ম্যাচে ৬১ রান করতে পারলেই এই নজির হবে তাঁর।

ধর্মশালায় নজির গড়েছেন বরুণ চক্রবর্তীও। দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়েছেন। ৩২তম ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি। বরুণ ছাপিয়ে গিয়েছেন অর্শদীপ সিংহকে। ৩৩ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। কুলদীপ যাদব ৩০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। তিনি তালিকায় শীর্ষে রয়েছেন। ধর্মশালায় ভাল বল করেছেন বরুণ। চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। মাঝের ওভারে দক্ষিণ আফ্রিকাকে চুপ রেখেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement