BGT 2024-25

অ্যাডিলেডে ফিরবে না তো ৩৬ রানের লজ্জা! রোহিত, কোহলিদের সতর্ক করলেন দলে না থাকা তিন পেসার

অ্যাডিলেডে আবার গোলাপি বলের টেস্ট খেলতে নামছে ভারত। গত বারের ৩৬ রানে অল আউট হওয়ার ক্ষত এখনও রয়েছে। তাই এ বার আগে থেকেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের সতর্ক করে দিচ্ছেন ভারতীয় বোলারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৩৭
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

অ্যাডিলেডে আবার গোলাপি বলের টেস্ট খেলতে নামছে ভারত। যতই তারা এ বার সিরিজ়‌ে ১-০ এগিয়ে থাকুক, গত বারের ৩৬ রানে অল আউট হওয়ার ক্ষত এখনও রয়েছে। তাই এ বার আগে থেকেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের সতর্ক করে দিচ্ছেন ভারতীয় বোলারেরা। তাঁদের মতে, গোলাপি বলে খেলা কঠিন হতে চলেছে ভারতীয় ব্যাটারদের কাছে।

Advertisement

পার্‌থ টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ভাল খেলেছেন যশস্বী জয়সওয়াল, কোহলিরা। তবে অ্যাডিলেডে কাজ এত সহজ হবে না। ভারতীয় বোর্ডের পোস্ট করা এক ভিডিয়োয় প্রসিদ্ধ কৃষ্ণ বলেছেন, “গোলাপি বল প্রথম বার হাতে নেওয়ার সময় মনে হয়েছে এটা লাল বলের থেকে আকারে বড়। বলের সেলাই বেশ শক্ত, যার ফলে বলটা আরও শক্ত হয়ে যায়। তাই বলের সেলাইকে আরও ভাল করে কাজে লাগানো যায়।”

তিনি আরও বলেছেন, “লাল বলের থেকে গোলাপি বল বেশি কার্যকরী হবে। বিশেষত সেলাই এবং বলের পালিশের জন্য। রিভার্স সুইংও হবে। সে কারণেই এই বলের সঙ্গে মানিয়ে নিতে আরও কয়েকটা অনুশীলন দরকার আমাদের।”

Advertisement

বাংলার জোরে বোলার মুকেশ কুমার বলেছেন, “বলের সেলাই দ্রুত দেখতে পাবেন না। কেউ কেউ বলের সেলাই দেখে সেই অনুযায়ী শট খেলে। তবে গোলাপি বল দেখে আগে থাকতে বোঝা যায় না কোন দিকে চকচকে ভাব রয়েছে। বল পিচে পড়ে পিছলে আসে।” আকাশ দীপ বলেছেন, “ব্যাটারদের পক্ষে এই বল খেলা বেশ কঠিন। কারণ প্রচুর বাউন্স পায়।”

যশ দয়াল বলেছেন, “বিরাট এবং রোহিত ভাইকে বল করেছি। আমার মনে হয়েছে বল বেশি সুইং করছে না। বলের সেলাই সোজা রাখতে হবে। যদি লাইন-লেংথ ঠিক রাখতে পারেন তা হলে এই বল জাদু দেখাতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement