ICC World Cup 2023

বিশ্বকাপের দলে ঠাঁই হয়নি, সেই ক্রিকেটারের বিশাল ছবির সামনেই অনুশীলন রোহিতদের

বৃষ্টির জন্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি ভারতীয় দলের। মঙ্গলবার সকালে অবশ্য হালকা অনুশীলন করে ভারতীয় দল। রোহিতদের সেই অনুশীলনের ছবিই ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ২২:৫২
Share:

(বাঁদিকে) রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এশিয়া কাপের সময় ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় গিয়েছিলেন রিজার্ভ সদস্য হিসাবে। বিশ্বকাপের দলে তাঁকে রাখার কথা ভাবাই হয়নি। ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেন, তিনি নাকি ভারতের অন্যতম অবহেলিত ক্রিকেটার। তাঁরই বিশাল ছবির সামনে অনুশীলন করলেন রোহিত শর্মারা।

Advertisement

নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার খেলা শুরু আগে গা ঘামাতে মাঠে নেমেছিলেন ভারতীয় দলের সদস্যেরা। ভারতীয় দলের সেই অনুশীলনের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় দলের অনুশীলনে তেমন কোনও বিশেষত্ব নেই। তবে তিরুঅনন্তপুরমের মাঠে যে দিকে ভারতীয় দল অনুশীলন করেছে, তার পাশেই ছিল একটি দেওয়াল। যে দেওয়াল জুড়ে আঁকা সঞ্জু স্যামসনের ছবি। ঋষভ পন্থের জায়গায় কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের নাম বার বার আলোচনায় উঠে এসেছে। ভারতীয় দলের বিক্ষিপ্ত ভাবে সুযোগও পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি দেশের অন্যতম সেরা উইকেটরক্ষকের।

Advertisement

সেই সঞ্জুর বিশাল ছবির সামনে রোহিতদের অনুশীলনের দৃশ্য দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গত ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি সঞ্জু। সেই সিরিজ়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে না পেরেই বিশ্বকাপের দৌড় থেকে পিছিয়ে পড়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement