India vs England

লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল, রোহিতদের মুঠোয় সিরিজ়, তৃতীয় ম্যাচে বদল হতে পারে ভারতের প্রথম একাদশে

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে জয় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে কয়েক জনকে দেখে নিতে পারেন গৌতম গম্ভীর। আগের ম্যাচের প্রথম একাদশে তিনটি বদল করতে পারে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৩
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বুধবার অহমদাবাদের ২২ গজে সিরিজ়ের তৃতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ এক দিনের ম্যাচ। কটকেই সিরিজ় জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে প্রথম একাদশে একাধিক বদল করতে পারে ভারত। এখনও যাঁরা খেলেননি, তাঁদের দেখে নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। তবে দলের মূল ব্যাটিং অর্ডার পরিবর্তনের সম্ভাবনা কম।

Advertisement

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন সহ-অধিনায়ক শুভমন গিল। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে খেলার সম্ভাবনা শ্রেয়স আয়ারের। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে এই ম্যাচেও সম্ভবত খেলবেন অক্ষর পটেল। তাঁকে এই জায়গায় রেখে ব্যাটিং অর্ডারের গভীরতা বৃদ্ধির চেষ্টায় এখনও পর্যন্ত সফল। তাই ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কম।

সিরিজ়ের শেষ ম্যাচে উইকেটরক্ষক হিসাবে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। প্রথম দু’ম্যাচে লোকেশ রাহুল খেলেছেন। তাই পন্থকে দেখে নিতে পারেন গম্ভীর। তিনি ব্যাট করবেন ছ’নম্বরে। সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হতে পারে রবীন্দ্র জাডেজাকে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে। তিনি ব্যাট করতে আসবেন আট নম্বরে।

Advertisement

ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা তিন বিশেষজ্ঞ বোলারের জন্য। এই ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে ফিরতে পারেন কুলদীপ যাদব। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলবেন তিনি। ব্যাট করবেন ন’নম্বরে। আগের দু’ম্যাচে না খেলা অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা প্রবল। তিনি থাকবেন ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে। আর ১১ নম্বরে থাকবেন মহম্মদ শামি। এখনও চেনা ফর্মে পাওয়া যায়নি অভিজ্ঞ জোরে বোলারকে। তাঁকে ছন্দে আনার জন্য খেলানো হবে এই ম্যাচেও।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement