বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৈয়দ মুস্তার আলি ট্রফির দু’টি ম্যাচে ব্যর্থ হলেও বৈভব সূর্যবংশীর উপর আস্থা অটুট নির্বাচকদের। ১৪ বছরের ব্যাটারকেও রাখা হয়েছে দলে। আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে প্রতিযোগিতা। ছোটদের এশিয়া কাপেও এক গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান।
আয়ুষ মাত্রের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। দলের সহ-অধিনায়ক করা হয়েছে বিহান মালহোত্রাকে। প্রতিযোগিতার প্রথম দিনই একটি যোগ্যতা অর্জনকারী দলের মুখোমুখি হবে ভারত। গ্রুপ ‘এ’-তে ১৪ ডিসেম্বর ভারত-পাক ম্যাচ। ১৬ ডিসেম্বর আরও একটি যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে ভারত। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। প্রতিযোগিতা হবে এক দিনের ফরম্যাটে। ফাইনাল ২১ ডিসেম্বর।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল, কণিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিশন কুমার সিংহ, উদ্ধব মোহন এবং অ্যারন জর্জ।
স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন রাহুল কুমার, হেমচুদেশন জে, বিকে কিশোর এবং আদিত্য রাওয়াত।