Ishan Kishan

Ishan Kishan: এশিয়া কাপের দলে জায়গা না পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ঈশানের, নিশানায় কি নির্বাচকরা

এশিয়া কাপের দলে জায়গা হয়নি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের। তার পরেই ইনস্টাগ্রামে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১২:৫৭
Share:

ঈশান কিশন। ফাইল ছবি

গত সোমবার ঘোষণা হয়েছে ভারতের এশিয়া কাপের দল। সেই দলে ঠাঁই হয়নি ওপেনার ঈশান কিশনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁর বদলে ওপেনার হিসাবে সূর্যকুমার যাদবকে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দলে কিশনের ভূমিকা কি তা হলে শেষ হতে চলল?

Advertisement

এই প্রশ্নের উত্তর এখনও অজানা থাকলেও নির্বাচকদের সিদ্ধান্তকে ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কিশন। ভারতীয় গায়ক বেলার ‘হাম্বল পোয়েট’ গানের কয়েকটি লাইন পোস্ট করেছেন তিনি, যার মর্মার্থ, ‘ব্যথা লাগলেও কখনও নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরম ভাবে, তা হলে আগুন হয়ে সামনে এসো।’

সেই পোস্ট।

ঘটনাচক্রে, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কিশন। এ বারের নিলামে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই প্লে-অফে উঠতে না পারলেও ১৪ ইনিংসে ৪১৮ রান করেন কিশন। জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন তিনি। দু’টি অর্ধশতরানও করেন।

Advertisement

তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে গুরুত্বই দেওয়া হয়নি। মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পান। শেষ ছ’টি ইনিংসে মাত্র ৬৫ রান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন