Rinku Singh

বাঁদরে খুবলে নিয়েছিল মাংস, রিঙ্কুর বাঁ হাতের ওজন ডান হাতের থেকে এক কিলো কম

রিঙ্কু যদি ডানহাতি হতেন তা হলে কি তাঁর ব্যাট থেকে আরও বড় বড় ছক্কা দেখা যেত? রিঙ্কু নিজেই জানিয়েছেন, তাঁর বাঁ হাতের ওজন ডান হাতের তুলনায় এক কিলো কম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

কেকেআরের ম্যাচে ব্যাট করছেন রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র

বাঁ হাতে রিঙ্কু সিংহের ছক্কাগুলির সঙ্গে এখন পরিচিত ক্রিকেটবিশ্ব। কিন্তু রিঙ্কু যদি ডানহাতি হতেন তা হলে কি তাঁর ব্যাট থেকে আরও বড় বড় ছক্কা দেখা যেত? রিঙ্কু নিজেই এই প্রশ্ন তুলে দিয়েছেন। জানিয়েছেন, তাঁর বাঁ হাতের ওজন ডান হাতের তুলনায় এক কিলো কম।

Advertisement

কেন এরকম হল, তার কারণও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। ছোটবেলায় তাঁর বাঁ হাতে একটি বাঁদর কামড়ে অনেকটা মাংস তুলে নিয়েছিল। রাজ শামানির পডকাস্টে রিঙ্কু বলেন, ‘‘তখন ছোট ছিলাম। একদিন খুব বৃষ্টি পড়ছিল। তার মধ্যে ভাইয়ের সঙ্গে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ একটা বাঁদর এসে আমার বাঁ হাতটা কামড়ে ধরে। চিৎকার করছিলাম। ভাই ছাড়া সেখানে আর কেউ তখন ছিল না। ভাই পাথর ছুঁড়ে বাঁদরটাকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু আমার বাঁ হাতটা কামড়ে ধরেছিল বাঁদরটা। যখন হাতটা ছাড়ল দেখি আমার হাত থেকে অনেকটা মাংস তুলে নিয়েছে। হাতের হাড় বেরিয়ে পড়েছিল। এত রক্ত বের হচ্ছিল যে, তাই দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, আমি আর বাঁচব কি না।’

বাঁদরের এই কামড়ের অভিজ্ঞতা শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও রিঙ্কুকে প্রভাবিত করেছিল। তিনি ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু হার মানেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement