Venkatesh Iyer

বল লেগে মাথায় চোট, ম্যাচের পরেই হাসপাতালে, কেমন আছেন কেকেআরের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার

দলীপ ট্রফিতে খেলার মাঝে বিপক্ষ বোলারের ছোড়া বলে ঘাড়ে চোট পেয়েছিলেন বেঙ্কটেশ আয়ার। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন কেমন আছেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৩০
Share:

বেঙ্কটেশের চোট গুরুতর নয়। ফাইল ছবি

দলীপ ট্রফিতে খেলার মাঝে বিপক্ষ বোলারের ছোড়া বলে ঘাড়ে চোট পেয়েছিলেন বেঙ্কটেশ আয়ার। প্রাথমিক চিকিৎসার পরে ব্যাট করতে নামলেও ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে জানা গিয়েছে, চিন্তার কিছু নেই। স্ক্যান করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত স্থিতিশীল তিনি।

Advertisement

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “আয়ার ভালই আছে। হোটেলে ফিরে এসেছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। এখন অনেকটাই ভাল লাগছে ওকে।” তাঁর সংযোজন, “কনকাশন যে হয়নি, এটাতেই আমরা আনন্দ পেয়েছি। মাথা ঝিমঝিম করার কোনও উপসর্গ দেখা যায়নি। মাঠ ছেড়ে বেরোনোর পর চিকিৎসকরা ওকে পরীক্ষা করেন। পরে ব্যাট করতে নামে। আউট হওয়ার পর স্থানীয় কাবেরী হাসপাতালে নিয়ে গিয়ে ওর পরীক্ষা করা হয়। গুরুতর কিছু পাওয়া যায়নি।”

ম্যাচের পর আয়ার এক ওয়েবসাইটে বলেন, “কানের ঠিক নীচে বলটা লেগেছিল। প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। এখন মোটামুটি ঠিক আছি।” দ্বিতীয় ইনিংসে কি তিনি খেলতে পারবেন? আয়ারের উত্তর, “এখনও জানি না। আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেখা যাক কী হয়।”

Advertisement

শুক্রবার কোয়ম্বত্তূরে দলীপ ট্রফির ম্যাচে ঘটনাটি ঘটে। পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মধ্যাঞ্চল। পশ্চিমাঞ্চলের বোলারদের দাপটে তখন মধ্যাঞ্চলের খুবই খারাপ অবস্থা। ৬৬ রানে দল পাঁচ উইকেট হারিয়েছে, এমন অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন আয়ার। চিন্তন গাজার বলে ছয় মেরে ইনিংস শুরু করেন তিনি। পরের বলে আয়ারের শট সোজাসুজি যায় গাজার হাতে। কিন্তু আয়ার রান নিতে পারেন, এই ভেবে বল তাঁর দিকে ছুড়ে মারেন গাজা। তা সপাটে গিয়ে লাগে আয়ারের মাথায়। যন্ত্রণায় মাথা চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। প্রত্যেকে ছুটে আসেন। বিপদের আশঙ্কায় মাঠে সঙ্গে সঙ্গে ছুটে আসে অ্যাম্বুল্যান্স এবং স্ট্রেচার। তবে আয়ার হেঁটেই মাঠ ছাড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন