IPL 2025

মচকে যাওয়া পা নিয়েই ৪২ রান, ‘লড়াকু’ বেঙ্কটেশকে কুর্নিশ জানিয়ে বার্তা দিল কেকেআর

ব্যাট করতে গিয়ে মচকে গিয়েছিল পা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েও পরে দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমেছিলেন। করেছিলেন গুরুত্বপূর্ণ ৪২ রান। বেঙ্কটেশ আয়ারের সেই মানসিকতাকে কুর্নিশ জানাল কেকেআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১২:২৩
Share:

কেকেআরের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার। — ফাইল চিত্র।

ব্যাট করতে গিয়ে মচকে গিয়েছিল পা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েও পরে দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমেছিলেন। করেছিলেন গুরুত্বপূর্ণ ৪২ রান। বেঙ্কটেশ আয়ারের সেই মানসিকতাকে কুর্নিশ জানাল কেকেআর। তাঁর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছে তারা।

Advertisement

শুক্রবার কেকেআরের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় চোট পেয়ে বেঙ্কটেশের মাঠে পড়ে থাকার ছবি যেমন রয়েছে, তেমনই দুপুর সাড়ে ৩টেয় মাঠে নেমে খেলার মুহূর্তও রয়েছে। সঙ্গে কেকেআরের তরফে লেখা হয়েছে, “ফাইটার হ্যায় আপনা আয়ার।”

বেঙ্কটেশকে ব্যাট করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কেকেআর সমর্থক থেকে ম্যানেজমেন্ট। মহা নিলামে ২৩ লক্ষ ৭৫ কোটি টাকায় কেনা হয়েছে তাঁকে। তিনি কোনও ভাবে আইপিএলে খেলতে না পারলে বড় ধাক্কা হত।

Advertisement

রঞ্জিতে মধ্যপ্রদেশ বনাম কেরল ম্যাচে চোট পেয়েছিলেন বেঙ্কটেশ। মধ্যপ্রদেশের ৪ উইকেট পড়ার পরে ব্যাট করতে নামেন। ইনিংসের তৃতীয় বলেই তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়। মাঠেই পড়ে যান বেঙ্কটেশ। দেখে বোঝা যাচ্ছিল, প্রবল যন্ত্রণা হচ্ছে তাঁর। মাঠে ফিজ়িয়ো গিয়ে তাঁর চোট পরীক্ষা করেন। তার পরে মাঠ ছাড়েন বেঙ্কটেশ।

সাজঘরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা হয় বেঙ্কটেশের। তার পরে দেখা যায়, সাজঘরে একটি পায়ে প্যাড পরে বসে রয়েছেন তিনি। তাঁর ডান পা একটি চেয়ারের উপর রাখা ছিল। পরে অবশ্য আবার খেলতে নামেন বেঙ্কটেশ। ৮০ বলে ৪২ রান করেন তিনি। কিন্তু হাঁটার সময় বোঝা যাচ্ছিল, পায়ে ব্যথা হচ্ছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement