india cricket

Kuldeep Yadav: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে আরও শক্তি বাড়ল রোহিতদের

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিলেন কুলদীপ যাদব। রবিবার ফিটনেস টেস্ট পাশ করার পরেই খেলতে যাওয়ার অনুমতি পান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ০৯:৫৬
Share:

টি-টোয়েন্টি সিরিজও জিততে চাইবেন রোহিতরা ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে রওনা দিলেন কুলদীপ যাদব। আইপিএলে ভাল ছন্দে ছিলেন কুলদীপ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভাল খেলতে পারলে বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন তিনি। কুলদীপ যাওয়ায় আরও শক্তি বাড়ল ভারতীয় বোলিং বিভাগের। ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত।

Advertisement

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ছিলেন কুলদীপ। কিন্তু সিরিজ শুরুর আগেই হাতে চোট পেয়েছিলেন তিনি। ফলে বাদ পড়েছিলেন দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে ছিলেন কুলদীপ। জানানো হয়েছিল, ফিট হয়ে তবেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তাঁকে ফিট ঘোষণা করেছে বিসিসিআই। তাই ওয়েস্ট ইন্ডিজে রওনা দিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘কুলদীপকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইনি। রবিবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওর ফিটনেস পরীক্ষা করা হয়। সেটা পাশ করে কুলদীপ। তার পরেই ওকে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’’

Advertisement

কুলদীপ দলে যোগ দেওয়ায় ভারতীয় দলের স্পিন বিভাগের বৈচিত্র বাড়বে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি চায়নাম্যান বোলার। সেই ছন্দই ধরে রাখতে চাইবেন তিনি। কুলদীপ ছাড়াও টি-টোয়েন্টি সিরিজের আগে রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যরাও যোগ দেবেন দলের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন