Handling the Ball

মুশফিকুর একাদশ! আগে আরও ১০ জন হাত দিয়ে বল আটকে আউট হয়েছেন, তালিকায় এক ভারতীয়ও

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে বল আটকে আউট হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটারের আগে আরও ১০ জন একই কায়দায় আউট হয়েছেন। তালিকায় কারা রয়েছেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৪
Share:

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় বাংলাদেশের মুশফিকুর রহিম। ছবি: রয়টার্স

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসাবে লজ্জার কীর্তি করেছেন মুশফিকুর রহিম। হাত দিয়ে বল আটকে আউট হয়ে যান তিনি। পোশাকি ভাষায় এর নাম ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। তবে মুশফিকুর প্রথম নন, তাঁর আগে আরও ১০ জন ক্রিকেটার একই কায়দায় আউট হয়েছেন। কারা রয়েছেন ‘মুশফিকুর একাদশে’?

Advertisement

১) রাসেল এনডিন (দক্ষিণ আফ্রিকা, ১৯৫৭): বিশ্ব ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে হাত দিয়ে বল আটকে আউট হয়েছিলেন এনডিন। কেপটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জিম লেকারের বলে ঘটেছিল এই ঘটনা।

২) অ্যান্ড্রু হিলডিচ (অস্ট্রেলিয়া, ১৯৭৯): পার্থে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এই কাণ্ড ঘটিয়েছিলেন হিলডিচ। তবে তিনি তখন ব্যাট করছিলেন না। সরফরাজ় খানের বলে নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়েই আউট হয়েছিলেন তিনি।

Advertisement

৩) মহসিন খান (পাকিস্তান, ১৯৮২): করাচিতে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আউট হয়েছিলেন মহসিন। জিওফ লসনের বলে ৫৮ রানের মাথায় হাত দিয়ে বল আটকে আউট হয়েছিলেন পাক ক্রিকেটার।

৪) ডেসমন্ড হেইনস (ওয়েস্ট ইন্ডিজ়, ১৯৮৩): ভারতের বিরুদ্ধে মুম্বইয়ে টেস্ট চলাকালীন এই কায়দায় আউট হয়েছিলেন হেইনস। ৫৫ রানের মাথায় কপিল দেবের প্যাডে লেগে বল উইকেটের দিকে যাচ্ছিল। তিনি ব্যাট দিয়ে সেই বল মারেন। কপিল আবেদন করলে আম্পায়ার আউট দেন।

৫) মোহিন্দর অমরনাথ (ভারত, ১৯৮৬): তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটারও। প্রথম বার এক দিনের ক্রিকেটে এই ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়ার বোলার গ্রেগ ম্যাথুজ়ের বল হাত দিয়ে আটকে ১৫ রানের মাথায় ফেরেন অমরনাথ।

৬) গ্রাহাম গুচ (ইংল্যান্ড, ১৯৯৩): ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৩ রানে ব্যাট করার সময় এই কাণ্ড ঘটান গুচ। মার্ভ হিউজের বল হাত দিয়ে আটকে আউট হয়ে ফিরে যান তিনি।

৭) ড্যারিল কালিনান (দক্ষিণ আফ্রিকা, ১৯৯৯): ডারবানে এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এ ভাবে আউট হয়েছিলেন কালিনান। বল উইকেটের কাছেও ছিল না। তা-ও হাত লাগান তিনি। ৪৬ রানে ফেরেন কালিনান।

৮) স্টিভ ওয় (অস্ট্রেলিয়া, ২০০১): ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া বিখ্যাত সিরিজ়ের চেন্নাই টেস্টে ঘটেছিল এই ঘটনা। হরভজন সিংহের বল স্টিভের প্যাডে লেগে উইকেটের দিকে যাচ্ছিল। হাত দিয়ে বল আটকে ৪৭ রানের মাথায় আউট হন তিনি।

৯) মাইকেল ভন (ইংল্যান্ড, ২০০১): সেই বছরই ভারতের বিরুদ্ধে একই কায়দায় আউট হন ভন। বেঙ্গালুরুতে টেস্টে ৬৪ রানের মাথায় শরণদীপ সিংহের বল উইকেটের দিকে যাওয়ার সময় হাত দিয়ে আটকে দেন তিনি। আউট হন ভন।

১০) চামু চিভাভা (জ়িম্বাবোয়ে, ২০১৫): আফগানিস্তানের বিরুদ্ধে হাত দিয়ে বল আটকে আউট হন জ়িম্বাবোয়ের এই ব্যাটার। তার পরে আট বছর এই ধরনের ঘটনা ঘটেনি। সেটাই ঘটালেন মুশফিকুর।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন প্রথম ইনিংসে ৪১তম ওভারে এই ঘটনা ঘটে। কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেন মুশফিকুর। সেটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। মুশফিকুর আচমকা সেই বল হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। সেই বলটি উইকেটে লাগার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু যে হেতু বলটি ‘ডেড’ হওয়ার আগেই মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে সরিয়ে দেন, তাই নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারেরা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন।

মাঠে থাকা আম্পায়ারেরা সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার আহসান রাজা মুশফিকুরকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন