India vs Australia 2025

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ম্যাচেও হেরে এক দিনের সিরিজ়‌ হাতছাড়া ভারতের, কী হল ম্যাচে?

পার্‌থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গিয়েছে ভারত। এক দিনের সিরিজ়ে পিছিয়ে পড়েছে ০-১ ব্যবধানে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন শুভমনেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৩২
Share:

উইকেট নিয়ে উচ্ছ্বাস। তবে ম্যাচের শেষে এই হাসি থাকল না ভারতের। ছবি: সমাজমাধ্যম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:১০ key status

হার ভারতের

শেষ রক্ষা হল না। ভারতের বোলারেরা শেষ ২টি উইকেট আর ফেলতে পারলেন না। দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ়ও হাতছাড়া হল ভারতের।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৫ key status

আউট বার্টলেট

অর্শদীপের বলে বড় শট খেলতে গিয়ে আউট বার্টলেট। ক্যাচ নিলেন শুভমন।

Advertisement
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৪ key status

আউট ওয়েন

ওয়াশিংটনের বলে তুলে মেরেছিলেন ওয়েন। ব্যাটের ঠিক জায়গায় বল লাগেনি। ক্যাচ ধরলেন অর্শদীপ।

অস্ট্রেলিয়া ২৪৬-৬।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ key status

কনোলির অর্ধশতরান

চাপের মুখে সাহসী ইনিংস খেলে দিলেন কুপার কনোলি। ৪২ বলে অর্ধশতরান করলেন তিনি। সিরাজ এবং অক্ষর শেষ দুই ওভারে অনেক রান দিয়েছেন।

অস্ট্রেলিয়া ২৪৩-৫।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৬ key status

কাজ কঠিন

ভারতের কাজ ক্রমশ কঠিন হচ্ছে। আর ৩০ রান চাই তাদের। কুপার কনোলি এবং মিচেল ওয়েন চালিয়ে খেলে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা করছেন।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬:১২ key status

আউট শর্ট

দু’বার প্রাণ ফিরে পাওয়ার পর অবশেষে ফিরলেন শর্ট। হর্ষিতের বল তুলে মেরেছিলেন। ডিপ মিড উইকেটে ক্যাচ নিলেন সিরাজ, যিনি কিছু ক্ষণ আগে পয়েন্টে ক্যাচ ফেলেছিলেন। ৭৪ রানে আউট শর্ট।

অস্ট্রেলিয়া ১৯০-৫।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:৪০ key status

সিরাজের ক্যাচ মিস্

শর্টের লোপ্পা ক্যাচ হাতে পেয়েও ফস্কালেন সিরাজ। এই উইকেট পেলে ম্যাচটা এখনই বার করে দিতে পারত ভারত। সেই সুযোগ হাতছাড়া হল।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:৩৩ key status

আউট অ্যালেক্স ক্যারে

অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বলে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন ক্যারে। ৯ রান করেন তিনি। ১৩২ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:২৭ key status

শর্টের অর্ধশতরান

ভাল খেলছেন ম্যাথু শর্ট। ৪৮ বলে অর্ধশতরান করেছেন তিনি। অ্যালেক্স ক্যারের সঙ্গে জুটি বাঁধার চেষ্টায় শর্ট। 

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:১১ key status

জুটি ভাঙলেন অক্ষর

ক্যাচ ফেললেও বল হাতে নিজের কাজ করলেন অক্ষর পটেল। মার্শ ও হেড আউট হওয়ার পর জুটি বেঁধেছিলেন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। তাঁদের ব্য়াটে ১০০ পার হয় অস্ট্রেলিয়ার। সেই জুটিকে ভয়ঙ্কর হতে দিলেন না অক্ষর। রেনশকে ৩০ রানের মাথায় বোল্ড করলেন তিনি। ১০৯ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৪৫ key status

ক্যাচ ফেললেন অক্ষর

নীতীশের বল অফসাইডে চালিয়েছিলেন শর্ট। ক্যাচ ফেললেন অক্ষর। সুযোগ হারাল ভারত।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:৪২ key status

লড়াই অস্ট্রেলিয়ার

দুই ওপেনারকে ফিরিয়ে দিলেও অস্ট্রেলিয়া খেলা ধরে নিয়েছে। আঙুলের চোট নিয়েও খারাপ খেলছেন না শর্ট। ম্যাট রেনশও ভারতীয় বোলারদের মোটামুটি সামলাচ্ছেন। ভারতের কাজ কঠিন হচ্ছে।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২৬ key status

আউট হেড

ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিলেন হেড। তাঁকে ফেরালেন হর্ষিত। সোজা বল খেলতে গিয়ে হেডের ব্যাটের কানায় লেগে বল উঠে গিয়েছিল। ক্যাচ নিলেন কোহলি।

অস্ট্রেলিয়া ৫৫-২।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:০২ key status

আউট মার্শ

প্রথম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। আগের বলে চার মারার পর আবার অফসাইডে শট খেলতে গিয়েছিলেন। ক্যাচ দিলেন কিপার রাহুলের হাতে।

অস্ট্রেলিয়া ৩১-১।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৪৫ key status

৪ ওভারে অস্ট্রেলিয়া ১০-০

রানের গতি খুব একটা ভাল নয় অস্ট্রেলিয়ার। হেডের মারা একটি শটে আর একটু হলেই ক্যাচ নিয়ে ফেলেছিলেন নীতীশ। শেষ মুহূর্তে পড়ে গেল বল।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:৩১ key status

খেলতে নামল অস্ট্রেলিয়া

ওপেন করতে নামলেন মিচেল মার্শ এবং ট্রেভিস হেড।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫৮ key status

ভারত ২৬৪-৯

নবম উইকেটে হর্ষিত এবং অর্শদীপের ৩৭ রানের জুটি অনেকটাই ভাল জায়গায় এনে দিল ভারতকে।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫৪ key status

আউট অর্শদীপ

স্টার্কের বলে বোল্ড অর্শদীপ (১৩)।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:৩০ key status

আউট নীতীশ

জ়াম্পাকে এগিয়ে এসে খেলতে গেলেন নীতীশ। কোনও দরকারই ছিল না এত তাড়াহুড়ো। খারাপ সিদ্ধান্তে উইকেট দিলেন তিনি। ফিরলেন ৯ রানে।

ভারত ২২৬-৮।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:২৬ key status

আউট অক্ষর

বোলার নয়, এটি ফিল্ডারের উইকেট। জ়াম্পার বলে ছয় মারতে গিয়েছিলেন অক্ষর। বাউন্ডারির ধারে ক্যাচ ধরেও সামলাতে পারবেন না বুঝে বল আকাশে ছুড়ে দেন স্টার্ক। আবার বাউন্ডারির এ পারে এসে ক্যাচ ধরেন। রিপ্লে দেখেও বোঝা গেল সেটি আউট। হতাশ হয়ে মাঠ ছাড়লেন অক্ষর।

ভারত ২২৪-৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement