দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরানের পর যশস্বী জয়সওয়ালের উল্লাস। ছবি: পিটিআই।
৯০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১৮ রান করল ভারত। যশস্বী ১৭৩ ও শুভমন ২০ রানে অপরাজিত রয়েছেন।
২২৪ বলে ১৫০ রান করলেন যশস্বী জয়সওয়াল। দিল্লি টেস্টের প্রথম দিনই বড় রান করলেন ভারতীয় ওপেনার।
টেস্টে প্রথম শতরানের পথে এগোচ্ছিলেন সাই সুদর্শন। কিন্তু ৮৭ রানের মাথায় জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ভারতীয় ব্যাটার। ২৫১ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল।
যশস্বী জয়সওয়াল ১১১ ও সাই সুদর্শন ৭১ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় সেশনে একটিও উইকেট তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।
২২২ বলে এই জুটি করলেন তাঁরা। যশস্বীর শতরানের পর ধীরে ধীরে তিন অঙ্কের দিকে এগোচ্ছেন সুদর্শনও।
টেস্টে আরও একটি শতরান করলেন যশস্বী। প্রথম টেস্টে পারেননি। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্রুত ইনিংস খেললেন। মাত্র ১৪৫ বলে শতরান করলেন ভারতের বাঁহাতি ওপেনার। টেস্টে নিজের সপ্তম শতরান করলেন যশস্বী।
আগের ম্যাচে রান না পেলেও এই টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন সুদর্শন। ৮৭ বলে ৫০ করেছেন তিনি। সাবলীল ব্যাট করছেন সুদর্শন।
১৪৮ বলে ১০০ রানের জুটি বেঁধেছেন ভারতের দুই বাঁহাতি ব্যাটার। যশস্বী শতরান ও সুদর্শন অর্ধশতরানের দিকে এগোচ্ছেন।
বিরতির পর ১৩ ওভারে ৬০ রান করেছে ভারত। ১৫০ রান পার হয়েছে তাদের। সাবলীল দেখাচ্ছে দুই ব্যাটারকে। যশস্বী ৭৪ ও সুদর্শন ৪০ রানে খেলছেন।
বিরতির পর ভারতের রান তোলার গতি বেড়েছে। বিরতির পর প্রথম তিন ওভারে ভারত করেছে ২১ রান। বোঝা যাচ্ছে, বল পুরনো হওয়ায় শট খেলতে আর সমস্যা হচ্ছে না যশস্বী, সুদর্শনের। হাত খুলে খেলছেন তাঁরা।
বিরতির পর আক্রমণাত্মক ক্রিকেট শুরু যশস্বীর। প্রথম ওভারেই তিনটি চার মেরে অর্ধশতরান করলেন তিনি। ৮২ বলে এল তাঁর ৫০ রান।
মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম দুই বলে চার মেরে দলের রান ১০০ পার করালেন যশস্বী জয়সওয়াল।
২৮ ওভার খেলা হয়েছে এই সেশনে। ভারতের রান ১ উইকেটে ৯৪। যশস্বী ৪০ ও সাই সুদর্শন ১৬ রানে খেলছেন।
ভাল খেলছিলেন রাহুল। কিন্তু বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের সামনে ক্রিজ়ে ছেড়ে বেরিয়ে স্টাম্প আউট হলেন তিনি। বল পিচে পড়ে অনেকটা স্পিন হল। ফলে বলে ব্যাট লাগাতে পারেননি রাহুল। ৩৮ রানে আউট হলেন তিনি। ৫৮ রানে প্রথম উইকেট হারাল ভারত।
দুই ওপেনারের ব্যাটে ৫০ রান পার করল ভারত। ১৬তম ওভারে ৫০ পার হল। রাহুল ৩০ ও যশস্বী ২০ রানে খেলছেন। বড় ইনিংসের লক্ষ্যে ব্যাট করছেন ভারতের দুই ওপেনার।
দুই ওপেনার ক্রিজ়ে রয়েছেন। রাহুল ১৯ ও যশস্বী ১০ রান করে খেলছেন।
শুরুর কয়েকটা ওভার দেখে নিয়ে ধীরে ধীরে হাত খোলা শুরু করেছেন ভারতের দুই ওপেনার। এক ওভার জোড়া চার মেরেছেন লোকেশ রাহুল। পরের ওভারে চার মেরেছেন যশস্বীও।
লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ব্যাট করতে নেমেছেন। শুরুতে একটু দেখে নিচ্ছেন তাঁরা। তাড়াহুড়ো করছেন না। নতুন বল একটু পুরনো করার চেষ্টায় ভারতের দুই ওপেনার।
কোনও বদল করেনি ভারত। আগের ম্যাচের দলই খেলছে।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।