যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৭। সাই সুদর্শন ২ ও কুলদীপ যাদব ৪ রানে খেলছেন। খেলা জিততে ভারতের চাই এখনও ৫২২ রান। দক্ষিণ আফ্রিকার দরকার ৮ উইকেট।
স্পিনারেরা বল করতে আসার পরেই আবার রাহুল সমস্যায় পড়লেন। তাঁর ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড করলেন সাইমন হারমার। ৬ রানে আউট রাহুল। ২১ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল।
দ্বিতীয় ইনিংসেও উইকেট ছুড়ে দিলেন যশস্বী জয়সওয়াল। মার্কো জানসেনের অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে খোঁচা মারলেন তিনি। ১৩ রান করে আউট যশস্বী। ১৭ রানে ভারতের প্রথম উইকেট পড়ল।
৫৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামল ভারত। ক্রিজ়ে দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল।
ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষা করছিলেন বাভুমা। কিন্তু ৯৪ রানে আউট হলেন তিনি। তার পরেই ডিক্লেয়ার করে দিলেন বাভুমা। ৫ উইকেটে ২৬০ রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৫৪৯ রান।
অর্ধশতরান করলেন ট্রিস্টান স্টাবস। দক্ষিণ আফ্রিকার লিড ৫০০ পার।
টনি ডি জর্জিকে ৪৯ রানের মাথায় আউট করলেন জাডেজা। ১৭৮ রানে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ল। তাদের লিড এখনও ৪৬৬ রান।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ৩ রানে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। ৭৭ রানে তাদের ৩ উইকেট পড়ল। দক্ষিণ আফ্রিকার লিড ৩৬৫ রান।
দ্বিতীয় উইকেটও নিলেন জাডেজা। ২৯ রানে বোল্ড হলেন এডেন মার্করাম। ৭৪ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট পড়ল। তাদের লিড ৩৬২।
রিকেলটনকে ৩৫ রানের মাথায় আউট করলেন জাডেজা। ৫৯ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পড়ল। তাদের লিড এই মুহূর্তে ৩৪৭।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫০ পার হল দক্ষিণ আফ্রিকার। ওপেনিং জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের দু’-একটি বল সমস্যায় ফেললেও সাবলীল ব্যাট করছেন দুই ওপেনার। ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।