ঢাকা রয়েছে ব্রিসবেনের পিচ। খেলা হল না। ছবি: এক্স।
শেষ হাসি হাসল বৃষ্টিই। স্থানীয় সময় রাত ৮.৫০ নাগাদ সরকারি ভাবে ম্যাচ বাতিলের ঘোষণা করা হল। থেকেই থেকেই বৃষ্টি হচ্ছিল। কখনওই তা পুরোপুরি থামেনি। মাঠের জায়গায় জায়গায় জল জমে গিয়েছিল। ফলে ম্যাচ করার মতো উপযুক্ত করে তোলা সম্ভব নয় বুঝেই ম্যাচ বাতিল ঘোষণা করা হল। সিরিজ়ের শুরু এবং শেষ হল বৃষ্টিতেই।
বিশ্বকাপের আগে ভারতের বাকি আর ১০টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি করে ম্যাচ খেলবে তারা।
ব্রিসবেনে বৃষ্টির দাপট কমেছে। তবে এখনও সম্পূর্ণ থামেনি। খেলা কখন শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়।
ভাল বৃষ্টি হচ্ছে ব্রিসবেনে। বাজ পড়ছে। ক্রিকেটারদের সাজঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকদেরও খোলা আকাশের নীচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
৪.৫ ওভারে ভারত ৫২/০। ব্যাট করছেন অভিষেক (২৩) এবং শুভমন (২৯)।
টি-টোয়েন্টি সিরিজ়ে চেনা ফর্মে দেখা যাচ্ছিল না শুভমনকে। উদ্বিগ্ন ছিলেন গম্ভীর। অনুশীলনে শুভমনের সঙ্গে আলাদা করে কথা বলেন কোচ।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেলেন অভিষেক। মিড অফে সহজ ক্যাচ ফেলে দিলেন ম্যাক্সওয়েল।