সহজ জয় ভারতের। ছবি: এক্স।
১৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট বাংলাদেশ। মুস্তাফিজুরকে (৬) আউট করলেন তিলক। সুপার ফোর পর্বে টানা দু’টি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত।
ব্যাট করছেন নাসুম (৩) এবং মুস্তাফিজুর (৬)। বাকি ৬ বলে বাংলাদেশের চাই ৪৩ রান।
বাংলাদেশের হার সময়ের অপেক্ষা। ব্যাট করছেন নাসুম (২) এবং মুস্তাফিজুর (শূন্য)।
বুমরাহকে মারতে গিয়ে লং অফে অক্ষরের হাতে ধরা পড়লেন সইফ (৬৯)। বাংলাদেশ ১১৬/৯।
জিততে হলে প্রতি বলে ৩ রান তুলতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ২ উইকেট। জয় ছিনিয়ে নিতে পারবে বাংলাদেশ? নাকি এশিয়া কাপের ফাইনালে চলে যাবেন সূর্যকুমারেরা?
রিশাদ (২), তানজিমকে (শূন্য) পর পর ২ বলে আউট করেছেন কুলদীপ।
ব্যাট করছেন সইফ (৬৭) এবং রিশাদ (২)। জয়ের জন্য ২৪ বলে ৫৭ রান চাই বাংলাদেশের।
বরুণের বলে তিলকের হাতে ক্যাচ দিয়ে আউট সইফুদ্দিন (৪)। বাংলাদেশ ১০৯/৬।
ওভার প্রতি ১২.২০ রান তুলতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৫ উইকেট। ২২ গজে শেষ স্বীকৃত ব্যাটিং জুটি। বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে নিতে? আলোচনা আনন্দবাজার ডট কম-এর দফতরে।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে একা লড়ছেন সইফ। ৩৬ বলে ৫৫ রান করেছেন। আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করছেন। ভারতীয় শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ২২ গজের অন্য প্রান্ত থেকে সাহায্য পাচ্ছেন না।
রান আউট হলেন জাকের (৪)। সূর্যকুমারের থ্রো সরাসরি উইকেট ভেঙে দিল। ঝাঁপিয়েও উইকেট বাঁচাতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশ ৮৭/৫।
ব্যাট করছেন সইফ (৪৮) এবং জাকের (৩)। জয়ের জন্য ৪৮ বলে ৮৪ রান করতে হবে বাংলাদেশকে।
ব্যাট করছেন সইফ (৩১) এবং শামিম (শূন্য)। জয়ের জন্য ৬০ বলে ১০৪ রান করতে হবে বাংলাদেশকে। ভারতকে কি হারাতে পারবে বাংলাদেশ? ১০ ওভারের পর সুবিধাজনক জায়গায় সূর্যেরাই।
অক্ষরকে ছক্কা মারতে গিয়ে অভিষেকের হাতে ধরা পড়লেন হৃদয় (৭)। বাংলাদেশ ৬৫/৩।
কুলদীপকে মারতে গিয়ে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে আউট ইমন (২১)। বাংলাদেশ ৪৬/২।
পাওয়ার প্লে শেষ। ব্যাট করছেন সইফ (১৯) এবং ইমন (১৯)।