কুলদীপ যাদব। ছবি: পিটিআই।
খারাপ আলোর জন্য নির্ধারিত ৪.৩০ মিনিটের ৪ মিনিট আগে খেলা বন্ধ করে দিলেন আম্পায়ারেরা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের রান ৭ উইকেটে ৯৩। ৬৩ রানে এগিয়ে রয়েছেন বাভুমারা।
অক্ষরের বলে সুইপ করতে গিয়েছিলেন ভেরেন। বল আসে অনেকটা নিচু হয়ে। ব্যাটের তলা দিয়ে গিয়ে তা উইকেট ভেঙে দিল।
দক্ষিণ আফ্রিকা ৭৫-৬।
জাডেজার বল বুঝতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। স্টাবসকে (৫) বোল্ড করে ৪ উইকেট তুলে নিলেন। দক্ষিণ আফ্রিকা ৬০/৫। ৩০ রানে পিছিয়ে ভারত।
জাডেজার বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট জোরজি (২)। দক্ষিণ আফ্রিকা ৪০/৪।
জাডেজার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট মুলডার (১১)। দক্ষিণ আফ্রিকা ৩৮/৩।
জাডেজার বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট মার্করাম (৪)। দক্ষিণ আফ্রিকা ২৫/২। এখনও ৫ রানে এগিয়ে ভারত।
কুলদীপের বলে এলবিডব্লিউ রিকেলটন (১১)। দক্ষিণ আফ্রিকা ১৮/১। দ্বিতীয় দিনের চা বিরতিতে ভারত এগিয়ে ১২ রানে।
বুমরাহের একটি বলে বড় চোট লাগতে পারত রিকেলটনের। বল হঠাৎ লাফিয়ে ওঠে। বাই চার হলেও প্রশ্নের মুখে ইডেনের ২২ গজ। পিচের অসমান বাউন্স দেখে বিরক্ত অনিল কুম্বলে, চেতেশ্বর পুজারারা।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শুরু। ওপেন করছেন রিকেলটন এবং মার্করাম।
হারমারের বলে জানসেনের হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (১৬)। ভারতের প্রথম ইনিংস শেষ ১৮৯ রানে। প্রথম ইনিংসে ৩০ রানে লিড নিল ভারত। ব্যাট করতে পারলেন না শুভমন। ৩০ রানে ৪ উইকেট হারমারের।
জানসেনের বলে বোল্ড সিরাজ (১)। ভারত ১৮৭/৮। প্রথম ইনিংসে ২৮ রানে এগিয়ে শুভমনেরা।
জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট কুলদীপ (১)। ১৭২ রানে ৭ উইকেট হারিয়ে আরও চাপে ভারতীয় শিবির।
প্রথম ইনিংসে শুভমনের ব্যাট করতে নামার সম্ভাবনা কম। তাঁর ঘাড়ের সমস্যা এখনও রয়েছে। সাজঘরে প্যাড পরে ব্যাট করতে নামার জন্য তৈরি সিরাজ। শুভমনের নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
হারমারের বলে এলবিডব্লিউ জাডেজা (২৭)। প্রথম ইনিংসে লিড নিয়েও ইডেনে চাপে ভারত। ব্যাট করতে নামলেন কুলদীপ। ভারত ১৭১/৬।
হারমারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হলেন জুরেল (১৪)। ভারত ১৫৩/৫। এখনও নামতে পারলেন না শুভমন। ২২ গজে এসেছেন অক্ষর।
শনিবার প্রথম ২ ঘণ্টায় ১০১ রান তুলল ভারত। তবে ইডেনে শুভমনদের ৩ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ভারতীয়দের সমস্যায় ফেলছেন দুই স্পিনার হারমার এবং মহারাজ। হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করছেন দর্শকেরা।
বশের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট পন্থ (২৭)। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে আউট হলেন। ভারত ১৩২/৪।
মহারাজের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল (৩৯)। ভারত ১০৯/৩।
হারমারের বলে চার মারার পরই মাঠ ছাড়লেন শুভমন। শট মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান লেগেছে তাঁর। ভারতীয় দলের ফিজিয়ো মাঠে আসেন। শুভমন স্বস্তি বোধ না করায় উঠে গিয়েছেন। ব্যাট করতে নেমেছেন পন্থ।