রোহিত শর্মা। ছবি: পিটিআই।
চার মেরে জেতালেন জাডেজা। শেষ দিকে একের পর এক উইকেট হারালেও দ্বিতীয় এক দিনের ম্যাচ এবং সিরিজ় জিতে নিল ভারত।
শুরুটা ভাল করেও ক্রিজ়ে টিকে ম্যাচটা শেষ করে আসতে পারলেন না হার্দিক। অ্যাটকিনসনকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ওভার্টনের হাতে।
রান ছিলই না। অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট খোয়ালেন শ্রেয়স (৪৪)। অর্ধশতরানের আগেই ফিরলেন তিনি।
জয়ের থেকে আর বেশি দূরে নেই ভারত। হাতে উইকেটও রয়েছে। ক্রিজ়ে শ্রেয়স-অক্ষর ধীরে ধীরে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে।
রোহিতের শতরানের সৌজন্যে ২৭তম ওভারেই দুশো রান পেরিয়ে গেল।
আদিল রশিদকে ছয় মেরে শতরান পূরণ করলেন রোহিত শর্মা। এক দিনের ক্রিকেটে আবার ফর্মে ভারতের অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছেন তিনি। ৭৬ বলে শতরান করলেন।
এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন স্মরণীয় হল না বিরাট কোহলির। মাত্র পাঁচ রানেই সাজঘরে ফিরতে হল তাঁকে। আদিল রশিদের বলে উইকেটকিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন তিনি।
শুভমন আউট হতেই কটকের মাঠে উল্লাস। ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি।
জেমি ওভার্টনের বলের গতি বুঝতে পারলেন না শুভমন। ঠকে গিয়ে আউট হলেন তিনি। ৬০ রানে ফিরলেন সাজঘরে।
রোহিতের পর শুভমনের অর্ধশতরান। ৪৫ বলে ৫০ করলেন তিনি।
কটকে রানে ফিরলেন রোহিত শর্মা। অর্ধশতরান করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রানে ফিরে স্বস্তি দিলেন দলকে। ৩০ বলে অর্ধশতরান করলেন রোহিত।
সাকিবকে চার মারার পর এ বার উডকে ছয়। কটকে ছন্দে রোহিত।
খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ। ক্রিকেটারেরা সাজঘরে ফিরে গিয়েছেন।
একটি দিকের ফ্লাডলাইটের আলো নিভে গিয়েছে। সে কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচ। বিরক্ত রোহিত। ভারতীয়দের ছন্দ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সমর্থকেরা গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছেন। সামান্য সময়ের জন্য জ্বলেই আবার তা বন্ধ হয়ে গেল। মাঠ ছেড়ে সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটারেরা।
রোহিতের পর হাত খুলছেন শুভমনও। রোহিত ২৯ এবং শুভমন ১৬ রানে অপরাজিত।
অ্যাটকিনসন এবং মাহমুদকে পর পর দু’টি ছয় মারলেন রোহিত।
শেষ ওভারে পর পর দু’বলে রান আউট হলেন লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড। এক বল বাকি থাকতে ৩০৪ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৩০৫ রান।
৫ বলে ১৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরলেন রশিদ। অষ্টম উইকেট হারাল ইংল্যান্ড।