India vs England

দ্বিতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোন পথে সিরিজ়‌ জিতল ভারত?

নাগপুরে প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। কটকে রবিবার দ্বিতীয় এক দিনের ম্যাচ। রোহিত শর্মার দলের কাছে সিরিজ়‌ জেতার সুযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩ key status

জিতে গেল ভারত

চার মেরে জেতালেন জাডেজা। শেষ দিকে একের পর এক উইকেট হারালেও দ্বিতীয় এক দিনের ম্যাচ এবং সিরি‌জ় জিতে নিল ভারত।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ key status

আউট হার্দিক

শুরুটা ভাল করেও ক্রিজ়ে টিকে ম্যাচটা শেষ করে আসতে পারলেন না হার্দিক। অ্যাটকিনসনকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ওভার্টনের হাতে।

Advertisement
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯ key status

আউট শ্রেয়স

রান ছিলই না। অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট খোয়ালেন শ্রেয়স (৪৪)। অর্ধশতরানের আগেই ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৫ key status

ভারতের আড়াইশো পার

জয়ের থেকে আর বেশি দূরে নেই ভারত। হাতে উইকেটও রয়েছে। ক্রিজ়‌ে শ্রেয়স-অক্ষর ধীরে ধীরে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬ key status

দুশো পার ভারতের

রোহিতের শতরানের সৌজন্যে ২৭তম ওভারেই দুশো রান পেরিয়ে গেল।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ key status

রোহিতের শতরান

আদিল রশিদকে ছয় মেরে শতরান পূরণ করলেন রোহিত শর্মা। এক দিনের ক্রিকেটে আবার ফর্মে ভারতের অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছেন তিনি। ৭৬ বলে শতরান করলেন।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫ key status

আউট কোহলি

এক দিনের ক্রিকেটে প্রত্যাবর্তন স্মরণীয় হল না বিরাট কোহলির। মাত্র পাঁচ রানেই সাজঘরে ফিরতে হল তাঁকে। আদিল রশিদের বলে উইকেটকিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন তিনি।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪ key status

নামলেন কোহলি

শুভমন আউট হতেই কটকের মাঠে উল্লাস। ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ key status

আউট শুভমন

জেমি ওভার্টনের বলের গতি বুঝতে পারলেন না শুভমন। ঠকে গিয়ে আউট হলেন তিনি। ৬০ রানে ফিরলেন সাজঘরে।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ key status

অর্ধশতরান শুভমনের

রোহিতের পর শুভমনের অর্ধশতরান। ৪৫ বলে ৫০ করলেন তিনি। 

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ key status

অর্ধশতরান রোহিতের

কটকে রানে ফিরলেন রোহিত শর্মা। অর্ধশতরান করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রানে ফিরে স্বস্তি দিলেন দলকে। ৩০ বলে অর্ধশতরান করলেন রোহিত।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭ key status

ফিরেই দাপট রোহিতের

সাকিবকে চার মারার পর এ বার উডকে ছয়। কটকে ছন্দে রোহিত।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৩ key status

ম্যাচ আবার শুরু

ম্যাচ আবার শুরু হল। আলো বিভ্রাট মিটে গিয়েছে। 

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১ key status

বিরল দৃশ্য কটকে

খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ। ক্রিকেটারেরা সাজঘরে ফিরে গিয়েছেন। 

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮ key status

কটকে নিভল আলো

একটি দিকের ফ্লাডলাইটের আলো নিভে গিয়েছে। সে কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচ। বিরক্ত রোহিত। ভারতীয়দের ছন্দ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সমর্থকেরা গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছেন। সামান্য সময়ের জন্য জ্বলেই আবার তা বন্ধ হয়ে গেল। মাঠ ছেড়ে সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটারেরা।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ key status

ভারত ৬ ওভারে ৪৭-০

রোহিতের পর হাত খুলছেন শুভমনও। রোহিত ২৯ এবং শুভমন ১৬ রানে অপরাজিত।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬ key status

আগ্রাসী শুরু রোহিতের

অ্যাটকিনসন এবং মাহমুদকে পর পর দু’টি ছয় মারলেন রোহিত।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭ key status

পর পর রান আউটে শেষ ইংল্যান্ডের ইনিংস

শেষ ওভারে পর পর দু’বলে রান আউট হলেন লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড। এক বল বাকি থাকতে ৩০৪ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৩০৫ রান। 

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭ key status

রান আউট আদিল রশিদ

৫ বলে ১৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরলেন রশিদ। অষ্টম উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ key status

উইকেট নিলেন শামি

গাস অ্যাটকিনসনকে আউট করলেন শামি। ২৭২ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement