India vs South Africa Day 5 Live

দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে হার ভারতের, আবার চুনকাম

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিনে সাড়ে ৩ ঘণ্টায় হেরে গেল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:০০
Share:

আউট হয়ে পন্থের ফেরার মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১২:৩৮ key status

হার ভারতের

সিরাজের শট ঝাঁপিয়ে পড়ে এক হাতে নিলেন জানসেন। সেই সঙ্গে ভারতকে চুনকাম করে দিল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট জিতল ৪০৮ রানে। 

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১২:১৮ key status

অর্ধশতরান জাডেজার

চাপের মুখে লড়াকু অর্ধশতরান জাডেজার। মহারাজকে ছয় মেরে অর্ধশতরান করলেন। 

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১২:১৭ key status

আউট ওয়াশিংটন

ওয়াশিংটনের মরিয়া লড়াই শেষ। তিনিও সেই স্লিপে ক্যাচ দিয়েই আউট হলেন। ক্যাচ নিলেন সেই মার্করাম। ৪৪ বলে ১৬ রান করেছেন ওয়াশিংটন।

ভারত ১৩০-৭।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:২৬ key status

আউট সুদর্শন

দক্ষিণ আফ্রিকার ফাটকা কাজে লাগল। চা বিরতির পরেই সেনুরান মুথুস্বামীকে বল করতে এনেছিলেন টেম্বা বাভুমা। পঞ্চম বলেই তিনি ফেরালেন সুদর্শনকে। ১৩৯ বল খেলে ১৪ রান করে আউট সুদর্শন।

ভবারত ৯৫-৬।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:০২ key status

চা বিরতি

প্রথম সেশনে তিন উইকেট ফেলে দিয়ে সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা। সাইমন হারমার একাই তিনটি উইকেট নিয়েছে। ভারতকে এখন দুটি সেশন পাঁচ উইকেটে কাটাতে হবে। তাতে ম্যাচ বাঁচলেও সিরিজ়‌ হারতে হবে।

ভারত ৯০-৫।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১০:১৯ key status

মরিয়া চেষ্টা ভারতের

এই ম্যাচ জেতা যে কার্যত অসম্ভব তা স্পষ্ট হয়ে গিয়েছে। এখন মরিয়া হয়ে ভারত চেষ্টা করছে ড্র করার। যদিও পাঁচ উইকেট নিয়ে গোটা দিন কাটানোও খুবই কঠিন।

ভারত ৬৬-৫।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১০:০৯ key status

আউট পন্থ

আবার হারমার-মার্করাম যুগলবন্দি। এ বার আউট পন্থ। দলের দরকারের সময়েও ভারতের অধিনায়ক কিছু করতে পারলেন না। শুধু একটি ছয় মেরেছেন। হারমারের বল এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন পন্থ। স্লিপে ক্যাচ হারমারের।

ভারত ৫৮-৫।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:৩৬ key status

আউট জুরেল

ঘরোয়া ক্রিকেটে শতরান করার সুবাদে দলে আসা জুরেল ক্রিজ়ে টিকলেন মাত্র তিন বল। হারমারের বলে মার্করামের হাতে ক্যাচ দিলেন তিনি।

ভারত ৪২-৪।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:৩২ key status

আউট কুলদীপ

দ্বিতীয় ইনিংসেও যতটা সম্ভব প্রতিরোধ করলেন কুলদীপ। ৩৮ বল খেললেন। অবশেষে হারমারের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।

ভারত ৪০-৩।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:২০ key status

কুলদীপের ক্যাচ পড়ল

দ্বিতীয় বার বেঁচে গেল ভারত। হারমারের বলে কুলদীপের ক্যাচ ফেলে দিলেন মার্করাম।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:১২ key status

বাঁচলেন সুদর্শন

জানসেনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছিলেন। তবে নো বল হওয়ায় বেঁচে গেলেন সুদর্শন।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:০৪ key status

টিম হাডল দক্ষিণ আফ্রিকার

খেলা শুরুর দল গোল হয়ে দাঁড়াল প্রোটিয়ারা। দলকে তাতিয়ে দিলেন টেম্বা বাভুমা। বিশেষজ্ঞ শন পোলক জানালেন, পঞ্চম দিন হলেও ব্যাট করতে অসুবিধা হওয়ার কথা নয়।

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:০০ key status

শুরু হল পঞ্চম দিনের খেলা

ভারতের সামনে কঠিন লড়াই। সিরিজ় বাঁচাতে এক দিনে ৫২২ রান তুলতে হবে তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement