Digvesh Rathi Meets Sunil Narine

নারাইনের সঙ্গে ইডেনে দেখা দিগ্বেশের, ‘গুরু’র কাছে গোপন কথা ফাঁস লখনউ স্পিনারের

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে ‘গুরু’ সুনীল নারাইনের সঙ্গে সাক্ষাৎ হল ‘শিষ্য’ দিগ্বেশ রাঠির। কী কথা হল তাঁদের মধ্যে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১০:২৮
Share:

ইডেন গার্ডেন্সে সুনীল নারাইনের (ডান দিকে) সঙ্গে দেখা দিগ্বেশ রাঠির। ছবি: সমাজমাধ্যম।

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে জানিয়েছিলেন, সুনীল নারাইনকে দেখে স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন সত্যি হয়েছে দিগ্বেশ রাঠির। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে ‘গুরু’ নারাইনের সঙ্গে সাক্ষাৎ হল ‘শিষ্য’ দিগ্বেশের। সেখানেই জানা গেল দিদ্বেশের উল্লাসের নেপথ্য কারণ।

Advertisement

মঙ্গলবার দুপুরে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা-লখনউ। সেই ম্যাচের আগে অনুশীলনে দেখা হয় দুই ক্রিকেটারের। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ দিগ্বেশকে নিয়ে নারাইনের কাছে যান। সঙ্গে ছিলেন নারাইনের দেশেরই নিকোলাস পুরান। দিগ্বেশের সঙ্গে নারাইনের পরিচয় করিয়ে দেন পন্থ। দিগ্বেশের প্রশংসা করেন নারাইন। পুরান জানান, দিগ্বেশ সব সময় নারাইনের কথা তাঁদের বলেন।

এ বারের আইপিএলে উইকেট নেওয়ার পরে এক অদ্ভুত উল্লাস করতে দেখা যাচ্ছে দিগ্বেশকে। আউট হওয়া ব্যাটারের কাছে গিয়ে খাতায় নোট নেওয়ার মতো করে উল্লাস করছেন তিনি। অথচ তাঁর আদর্শ নারাইনকে বিশেষ উল্লাস করতে দেখা যায় না। সেই প্রশ্ন করেন পুরান।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার দিগ্বেশকে বলেন, “নারাইন তো উল্লাস করে না। তা হলে তুমি কেন করো?” জবাবে দিগ্বেশ বলেন, “আমি দিল্লির ছেলে।” এ কথা বলে হেসে ফেলেন তিনি। বাকিদেরও হাসতে দেখা যায়।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বারের আইপিএলে চারটি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন দিগ্বেশ। নারাইনের মতো হতে চান তিনি। আইপিএলের মাঝেই একটি সাক্ষাৎকারে দিগ্বেশ বলেন, “নারাইনকে যে দিন থেকে দেখেছি, সে দিন থেকে বল করতে ভাল লাগে। ওর মতো আক্রমণাত্মক মানসিকতা নিয়ে বল করতে পছন্দ করি। কঠিন পরিস্থিতিতে যে ভাবে নারাইন মাথা ঠান্ডা রাখে, সেটা আমিও করতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement