India Vs New Zealand

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন শামি, বাংলার বোলারকে নিয়ে উল্টো সুর বোর্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর ভারতের হয়ে আর খেলেননি মহম্মদ শামি। তাঁর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না অজিত আগরকরেরা। বিজয় হজারে ট্রফিতে সাফল্যের পর বোর্ডের ভাবনায় বাংলার বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৫
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফিতে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সের সুবাদে আবার ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। মনে করা হচ্ছে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ডাক পেতে পারেন বাংলার জোরে বোলার। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি শামিকে।

Advertisement

শামির ফর্ম এবং ফিটনেস নিয়ে খুশি ছিলেন না অজিত আগরকরেরা। তাই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে রাখা হয়নি তাঁকে। সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও। কিছু দিন আগে আগরকর বলেছিলেন, শামির ফিটনেসের ব্যাপারে তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রধান নির্বাচকের এই মন্তব্যের জবাবও দিয়েছিলেন শামি। যদিও শামিকে নিয়ে শুধু জলঘোলা হয়েছে। একের পর এক সিরিজ়ে উপেক্ষিত থেকেছেন গত এক দিনের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

শামিকে নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন বোর্ড কর্তাদের একাংশও। সরাসরি নাম না করেও বুঝিয়ে দেওয়া হয়েছিল, শামি এখন আর বোর্ডের পরিকল্পনায় নেই। ভবিষ্যতের দল গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচকেরাও বুঝিয়ে দেন, ভারতীয় দলে জায়গা নেই শামির। সেই অবস্থান থেকে হঠাৎই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন বোর্ড কর্তারা। মনে করা হচ্ছে, একাধিক তরুণ বোলারকে নিয়ে আশা ভঙ্গের পরই আবার শামির কথা ভাবা হচ্ছে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে অবশ্য ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শামি কখনও তাঁদের পরিকল্পনার বাইরে ছিলেন না। ওই কর্তা বলেছেন, ‘‘মহম্মদ শামিকে নিয়ে আমাদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। ওকে পরিকল্পনার বাইরে রাখা যায় না। সমস্যা হল ওর ফিটনেস। ওর মতো প্রতিভাবান বোলার মাঠে নামলে নিঃসন্দেহে উইকেট পাবে। কখনই ও আমাদের পরিকল্পনার বাইরে ছিল না। হয়তো ওর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলে রাখা হবে। শামি ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকতে পারে।’’ বোর্ডের পক্ষ থেকে শামির সঙ্গে সরকারি ভাবে যোগযোগ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় দলে শামির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বাংলা শিবিরও। এই মুহূর্তে ৩৫ বছরের জোরে বোলারের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। জসপ্রীত বুমরাহকেও চোটের জন্য তিন ধরনের ক্রিকেটে নিয়মিত খেলানো যাচ্ছে না। তাই অভিজ্ঞ শামির কথা ভাবতে হচ্ছে জাতীয় নির্বাচকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement