Mohammed Siraj

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তীর্থযাত্রা সিরাজের, গলা মেলালেন আশা ভোঁসলের নাতনির নতুন গানে

ক্রিকেট থেকে সাময়িক অবসরে হালকা মেজাজে রয়েছেন মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই পবিত্র মক্কা থেকে ঘুরে এলেন ভারতীয় জোরে বোলার। আশা ভোঁসলের নাতনির সঙ্গে গানও গেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
Share:

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। তিনি রয়েছেন রিজ়ার্ভের তালিকায়। ঘরোয়া ক্রিকেটেও খেলা নেই। অবসরের এই সুযোগে তীর্থযাত্রা সেরে নিলেন সিরাজ। অন্য দিকে, আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলের সঙ্গে সিরাজের একটি গানের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।

Advertisement

অবসর উপভোগ করছেন সিরাজ। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নানা ভাবে কাজে লাগাচ্ছেন হায়দরাবাদের জোরে বোলার। কয়েক দিন আগে মক্কার আল-হারাম মসজিদ ঘুরে এসেছেন সিরাজ। পবিত্র রমজান মাস শুরুর আগেই তিনি উমরাহ করে এলেন। সমাজমাধ্যমে সেই ছবি সিরাজ ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সিরাজের আর একটি ছবি। তাতে জ়ানাইয়ের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। জ়ানাইয়ের নতুন মিউজ়িক অ্যালবামের গান ‘কেহনদি হ্যায়’এর কয়েকটি লাইন একসঙ্গে গেয়েছেন তাঁরা।

Advertisement

কয়েক দিন আগে দু’জনের একাধিক ছবি প্রকাশ্যে আসে। সিরাজের সঙ্গে জ়ানাইয়ের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও দু’জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও প্রণয়ের সম্পর্ক নেই। জ়ানাই জানিয়েছেন তিনি সিরাজকে ভাই হিসাবে দেখেন। সিরাজও জানান, জ়ানাই তাঁর বোনের মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement