Syed Mushtaq Ali Trophy

কেকেআরের রাহানের কাছে হার কেকেআরেরই বেঙ্কটেশের, মুস্তাক আলি চ্যাম্পিয়ন মুম্বই

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা জিতল মুম্বই। ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে দিল অজিঙ্ক রাহানে, শ্রেয়স আয়ারদের দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

কয়েক মাস পরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে একসঙ্গে খেলতে দেখা যাবে তাঁদের। কেকেআরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন তাঁরা। তবে আপাতত তাঁরা আলাদা দলে। মুখোমুখি টক্করে শেষ হাসি হাসলেন সিনিয়র ক্রিকেটার। অজিঙ্ক রাহানের মুম্বইয়ের কাছে হারতে হল বেঙ্কটেশ আয়ারের মধ্যপ্রদেশকে। রবিবার ৫ উইকেটে জিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মুম্বই।

Advertisement

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মধ্যপ্রদেশের। দুই ওপেনার রান পাননি। মিডল অর্ডার দলের হাল ধরেন। শুভ্রাংশু সেনাপতি ২৩ রান করেন। বেঙ্কটেশ এই ম্যাচে ৯ বলে ১৭ রান করেন। মধ্যপ্রদেশকে টেনে নিয়ে যান অধিনায়ক রজত পাটীদার। আইপিএলের আগে ফর্মে রয়েছেন তিনি। ৪০ বলে ৮১ রান করেন পাটীদার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে মধ্যপ্রদেশ।

মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিংয়ের সামনে এই রান আটকানো কঠিন ছিল। যদিও পৃথ্বী শ ও অধিনায়ক শ্রেয়স আয়ার এই ম্যাচে রান পাননি। পৃথ্বী ১০ ও শ্রেয়স ১৬ রান করেন। এই প্রতিযোগিতায় প্রায় প্রতি ম্যাচে বড় রান করেছেন রাহানে। এই ম্যাচেও ফর্মে দেখাচ্ছিল তাঁকে। সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভাল দেখাচ্ছিল তাঁদের। যদিও ৩৭ রান করে বেঙ্কটেশের বলেই আউট হন রাহানে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য করেন ৪৬ রান।

Advertisement

শিবম দুবে অল্প রানে আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে দলকে জেতালেন অথর্ব আঙ্কোলেকর ও সূর্যাংশ শেড়গে। সূর্যাংশ মাত্র ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। ১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement