IPL 2025

আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য মুম্বইয়ে নতুন তিন বিদেশি, নীতা অম্বানীর খরচ হল ৭ কোটি

আন্তর্জাতিক সূচির জন্য আইপিএলের বাকি ম্যাচগুলিতে রায়ান রিকেলটন, করবিন বশ এবং উইল জ্যাকসকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। তাঁদের পরিবর্ত ক্রিকেটার নিতে ৭ কোটি টাকা খরচ করতে হল মুম্বই কর্তৃপক্ষকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৮:০৯
Share:

নীতা অম্বানী। ছবি: এক্স (টুইটার)।

আন্তর্জাতিক সূচির জন্য তিন জন বিদেশি ক্রিকেটারকে আর পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য তাঁদের বিকল্প খুঁজে নিল প্লে-অফের দৌড়ে থাকা পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। নতুন তিন বিদেশিকে নিতে ৭ কোটি টাকা খরচ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্ণধার নীতা অম্বানীর।

Advertisement

লিগ পর্যায়ে দু’টি ম্যাচ বাকি রয়েছে হার্দিক পাণ্ড্যদের। প্লে-অফে উঠলে আরও অন্তত দু’টি ম্যাচ খেলতে হবে তাঁদের। এই ম্যাচগুলিতে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন, জোরে বোলার করবিন বশ এবং ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। তাঁদের পরিবর্ত হিসাবে মুম্বই দলে নিয়েছে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো, জোরে বোলার রিচার্ড গ্লেসন এব‌ং শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক চরিথ আশালঙ্কাকে। মুম্বই কর্তৃপক্ষের সবচেয়ে বেশি খরচ হয়েছে বেয়ারস্টোকে নিতে। তাঁর জন্য ৫ কোটি ২৫ লাখ টাকা খরচ করতে হচ্ছে। গ্লেসনকে দলে নেওয়া হয়েছে ১ কোটি টাকা দিয়ে। আশালঙ্কার জন্য খরচ হচ্ছে ৭৫ লাখ টাকা। সব মিলিয়ে ৭ কোটি টাকা খরচ হচ্ছে মুম্বইয়ের।

ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির জন্য এক সপ্তাহের জন্য স্থগিত রাখতে হয় আইপিএল। পূর্ব নির্ধারিত ২৫ মে-র পরিবর্তে ফাইনাল হবে ৩ জুন। আইপিএলের নতুন সূচির মধ্যে পড়ে যাচ্ছে কিছু আন্তর্জাতিক ম্যাচ। মে-র শেষ থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ়ের সাদা বলের সিরিজ়। ৩ জুন থেকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১১ জুন থেকে তারা টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। তা ছাড়া ভারত-পাকিস্তান উত্তেজনার জন্যও কিছু বিদেশি ক্রিকেটার এখন আইপিএল খেলতে আসতে রাজি হননি।

Advertisement

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে, কোনও ক্রিকেটারকে পাওয়া না গেলে, তাঁর পরিবর্ত নিতে পারবে দলগুলি। পরিবর্ত ক্রিকেটার নেওয়া যাবে শুধু এ বছরের বাকি ম্যাচগুলির জন্য অস্থায়ী ভাবে। এই নিয়মের সুযোগে বেয়ারস্টো, গ্লেসন এবং আশালঙ্কাকে সই করিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement