ICC ODI World Cup 2023

সন্ত্রাসবাদী হুমকি বিশ্বকাপে রোহিতদের সেমিফাইনালে? খবর পেয়ে ওয়াংখেড়ের নিরাপত্তা বৃদ্ধি পুলিশের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বই পুলিশ। খবর পাওয়ার পরেই স্টেডিয়ামের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১২:১৯
Share:

ওয়াংখেড়ে স্টেডিয়াম। —ফাইল চিত্র

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউ জ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বই পুলিশ। তার পরেই স্টেডিয়ামের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তারা।

Advertisement

সেমিফাইনালের আগে এক্স হ্যান্ডলে হুমকির খবর পেয়েছে মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে তারা। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে, সেমিফাইনাল ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’’ ওই অধিকারিক আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনও ব্যক্তির উপর সন্দেহ হলেই তাঁকে জেরা করা হচ্ছে।

এখন ভারতে উৎসবের মরসুম চলছে। দেশ জুড়ে দীপাবলির উল্লাসে মেতেছেন সবাই। তার মাঝে বিশ্বকাপ বাড়তি আনন্দের। সেই সঙ্গে ভারত এ বারের বিশ্বকাপে যেমন খেলছে তাতে দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের আবেগ তুঙ্গে। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রয়েছে পুলিশের। ক্রিকেটারদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

Advertisement

বিশ্বকাপ জেতার থেকে দু’কদম দূরে রয়েছেন রোহিত শর্মারা। বুধবার ওয়াংখেড়েতে নিউ জ়িল্যান্ডকে হারাতে পারলে সামনে থাকবে শুধু ফাইনাল। আগামী রবিবার গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। অবশ্য এখন ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন রোহিতেরা। একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন