ICC T20 World Cup 2026

পাকিস্তানের খোঁচা ভারতকে! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার করমর্দন বিতর্ক উস্কে দিল নকভির পাক বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় খেলবে পাকিস্তান। তার আগে আবার করমর্দন বিতর্ক উস্কে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫
Share:

পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। —ফাইল চিত্র।

করমর্দন বিতর্ক ভোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুযোগ পেয়েই আবার ভারতকে খোঁচা মেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় খেলবে পাকিস্তান। তার আগে আবার করমর্দন বিতর্ক উস্কে দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

চলতি মাসের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে পাকিস্তান। সেই সিরিজ়ের একটি প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানে গিয়েছেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। তাঁকে নৈশভোজে আমন্ত্রণ করেছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। সেই পর্যটকের খাবার খরচও মিটিয়ে দেন তিনি। আঘা বলেন, “আপনি আমাদের অতিথি। আপনাকে কী ভাবে বিল মেটাতে দেব?” পাল্টা সেই ব্যক্তি জানান, পাকিস্তানের আতিথেয়তায় তিনি মুগ্ধ।

সেই ভিডিয়োতে পরে দেখা যায়, ট্যাক্সি চেপে হোটেলে ফিরেছেন অস্ট্রেলিয়ার সেই পর্যটক। তাঁর কাছে ট্যাক্সির ভাড়া নেননি সেই চালক। সেই ব্যক্তি যখন হোটেলে ঢুকছেন, তখন ট্যাক্সিচালক বলেন, “আপনি হাত মেলাতে ভুলে গেলেন। মনে হচ্ছে, প্রতিবেশী দেশেও কয়েক দিন থেকেছেন।”

Advertisement

ভিডিয়োতে ভারতের নাম না নেওয়া হলেও পাকিস্তান যে ভারতকেই খোঁচা মেরেছে তা নিশ্চিত। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর ‘অপারেশন সিঁদুর’-এর জেরে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। সেই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর পাক বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা। সেই ট্রফি এখনও পায়নি ভারত।

এই বিতর্কের মাঝেই ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে বিশ্বকাপ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যেতে হবে ভারতকে। সেই ম্যাচেও হয়তো হাত মেলাবেন না ভারত-পাক ক্রিকেটারেরা। তার আগে করমর্দন বিতর্কে ভারতকে খোঁচা মারল পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement