Haris Rauf on Pakistan Cricket

‘দেশের মানুষ আমাদের হার দেখার জন্য বসে থাকে,’ মেজাজ হারালেন পাকিস্তানের ক্রিকেটার

নিউ জ়িল্যান্ডের কাছে পর পর দু’টি টি-টোয়েন্টি হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে মেজাজ হারালেন পাক ক্রিকেটার হ্যারিস রউফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৪৮
Share:

হ্যারিস রউফ। —ফাইল চিত্র।

জিততে ভুলেই গিয়েছে পাকিস্তান। একের পর এক ম্যাচ হারছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। এ বার নিউ জ়িল্যান্ডের কাছে পর পর দু’টি টি-টোয়েন্টি হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে মেজাজ হারালেন পাক ক্রিকেটার হ্যারিস রউফ। দেশের মানুষকেই নিশানা করলেন তিনি।

Advertisement

নিউ জ়িল্যান্ডের কাছে ৫ উইকেটে হারের পর সাংবাদিক বৈঠকে রউফকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের মানুষই যে ভাবে তাঁদের সমালোচনা করছেন, তাতে কি তাঁদের মনোবল আরও কমছে? জবাবে রউফ বলেন, “ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয়। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের সময় দিতে হবে। বাকি দলগুলোকে দেখুন। তরুণদের সময় দেওয়া হয়। স্বাধীনতা দেওয়া হয়।”

বাকি দেশগুলিকে দেখে পাকিস্তানের মানুষের শেখা উচিত বলে মনে করিয়ে দিয়েছেন রউফ। তিনি বলেন, “বাকি সব দেশে তরুণ ক্রিকেটারদের ১০ থেকে ১৫টা ম্যাচ দেওয়া হয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে একটু সমস্যা হবেই। ধীরে ধীরে তারা অভ্যস্ত হবে। কিন্তু আমাদের দেশে তা হবে না। আমাদের দেশের মানুষ আমাদের হার দেখার জন্য বসে থাকে।”

Advertisement

গত কয়েকটি আইসিসি ট্রফিতে ভাল খেলতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন বাবর আজ়মেরা। ২৯ বছর পর দেশের মাটিতে কোনও আইসিসি ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম দেশ হিসাবে বিদায় নিয়েছে তারা। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে দেশের মানুষ ক্রিকেটারদের সমালোচনা করছেন। সেই কারণেই হয়তো মেজাজ ধরে রাখতে পারলেন না রউফ। পাল্টা জবাব দিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement