Babar Azam

India Cricket: ভারতের পথেই পাকিস্তানকে হাঁটতে বলছেন প্রাক্তন বোলার

প্রাক্তন এই বোলারের মতে, পাকিস্তানকে দ্বিতীয় দল তৈরি রাখতে হবে। না হলে ক্রিকেটারদের চোট-আঘাতের সংখ্যা বাড়বে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৫:০৭
Share:

বাবরদের দল নিয়ে চিন্তায় প্রাক্তন বোলার। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে বেড়েছে ম্যাচের সংখ্যা। আগামী দিনে তা আরও বাড়তে চলেছে। ভারতীয় দল ইতিমধ্যেই ক্রিকেটারদের বিশ্রামের কথা ভেবে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছে। এখানেই ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য রয়েছে বলে মনে করেন দানিশ কানেরিয়া। তাঁর মতে, পাকিস্তানেরও উচিত ভারতের মতো দ্বিতীয় একটা দল তৈরি রাখা।

Advertisement

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে প্রাক্তন বোলার বলেছেন, “বহু বছর ধরে একই কথা বলছি। ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তানের দ্বিতীয় দল তৈরি হওয়া দরকার। প্রতিটা দেশ নিজেদের দ্বিতীয় দল তৈরি রাখছে। এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজি এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। তাই বিকল্প থাকা দরকার এবং খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো দরকার। সারা বছর একই ক্রিকেটারদের খেলানো যাবে না। এতে চোট বাড়বে।”

পাকিস্তান বড্ড বেশি বাবর আর রিজওয়ানের উপর ভরসা করে বলে মনে করেন কানেরিয়া। বলেছেন, “ওরা দু’জনেই ওপেনার। ২০২১-এ ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়েছে ওরা। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সে ভাবে ওরা টি-টোয়েন্টিতে খেলেনি। ফলে মাঝের সারির ব্যাটাররা পরীক্ষিত হয়নি।”

Advertisement

কানেরিয়ার সংযোজন, “শোয়েব মালিকের মতো ক্রিকেটার দরকার পাকিস্তানের, যে কঠিন পরিস্থিতিতে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেবে। সেটা এখন দেখা যাচ্ছে। শুরুতেই দু’-তিনটে উইকেট হারিয়ে ফেললে ধরে খেলার মতো কোনও ক্রিকেটার নেই পাকিস্তানের।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন