Babar Azam

Pakistan Cricket: সেমিফাইনালে হারার পর বাবরদের সাজঘরের অবস্থা কী হয়েছিল, জানালেন ব্যাটিং কোচ

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে একই সাজঘরের পরিবেশ কতটা আলাদা ছিল, সেটিও পাকিস্তান দলের ব্যাটিং কোচের কথায় পরিষ্কার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ০৯:৪৮
Share:

বাবর আজম। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হারার পরে পাকিস্তান ক্রিকেট দলের সাজঘরের অবস্থা কী হয়েছিল জানালেন ম্যাথু হেডেন। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে একই সাজঘরের পরিবেশ কতটা আলাদা ছিল, সেটিও পাকিস্তান দলের ব্যাটিং কোচের কথায় পরিষ্কার।

হেডেনের কথা অনুযায়ী সেমিফাইনালে হারার পর বাবর আজমদের সাজঘরের অবস্থা ছিল বিধ্বস্ত। বোলিং কোচ ভার্নন ফিল্যান্ডারের সঙ্গে কথা বলতে গিয়ে হেডেন এ কথা জানিয়েছেন। সেই কথোপকথনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

হেডেন বলছেন, ‘‘সাজঘরে ঢুকে যা দেখেছিলাম, তাতে যে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, তা নয়। কারণ হৃদয় দিয়ে খেলে হেরে গেলে এরকমই হয়। অনেক প্রত্যাশা থাকলে এবং তা পূরণ না হলেএরকম হয়। সাজঘরে সে দিন সেটাই দেখেছিলাম। চারদিকে ছিল শুধু ধ্বংসের ছবি।’’

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের সাজঘরের অবস্থা কতটা আলাদা ছিল, সেটা জানিয়ে হেডেন বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার আগে পরিবেশ একেবারে অন্য রকম ছিল। সবাই খুব শান্ত ছিল, হাল্কা মেজাজে ছিল। একটা ভারসাম্য ছিল।’’

Advertisement

ফিল্যান্ডারের চোখে অবশ্য ভিন্ন ছবি ধরা পড়েছে। তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে একটা আতঙ্ক কাজ করেছিল বাবরদের মধ্যে। তিনি বলেন, ‘‘সত্যি কথা বলতে, আমরা বড় ম্যাচের আগে চাপে ছিলাম। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় একটা ‘কী হয়, কী হয়’ ব্যাপার কাজ করছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সবাই বুঝেছিলাম, এটা আমাদের ক্ষতি করে দিতে পারে। সেমিফাইনালে সেটাই হল। সেমিফাইনালে সেই শান্ত ভাবটা ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন