Pakistan Face Dot Ball Problem

প্রথম ম্যাচে ১৫ ওভারে ৬৬, ভারতের বিরুদ্ধে ২০ ওভারে ৮০! ‘ডট বল’-এর গেরোয় পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ডট বলের সমস্যায় পড়েছে। নিউ জ়িল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও প্রচুর বল ডট খেলেছেন পাক ব্যাটারেরা। তাতে সমস্যা বাড়ছে দলেরই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮
Share:

প্রতি বলে রান করতে সমস্যা হচ্ছে সাউদ শাকিলদের। ছবি: রয়টার্স।

নিজেরাই নিজেদের সমস্যায় ফেলছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডট বলের সমস্যায় পড়েছে তারা। নিউ জ়িল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও প্রচুর বল ডট খেলেছেন পাক ব্যাটারেরা। ডট বলের ভূত তাড়া করছে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানদের। তাতে সমস্যা বাড়ছে দলেরই।

Advertisement

আগের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ১৫ ওভারে ৬৬টি ডট বল খেলেছিল পাকিস্তান। অর্থাৎ, ১৫ ওভারের মধ্যে ১১ ওভার কোনও রান করতে পারেননি ব্যাটারেরা। তার ফলে শুরুতে রানের গতি একেবারেই কম ছিল তাদের। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রান করেছিল পাকিস্তান। সেখানেই ম্যাচ হেরেছিল তারা।

ভারতের বিরুদ্ধেও একই ছবি। প্রথম ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছেন পাকিস্তান। ১২০ বলের মধ্যে ৮০ বল। অর্থাৎ, প্রথম ২০ ওভারের মধ্যে ১৩.২ ওভার কোনও রান করতে পারেনি পাকিস্তান। দুই ওপেনার বাবর ও ইমাম উল হক তা-ও রান করছিলেন। কিন্তু তাঁরা আউট হওয়ার পর মহম্মদ রিজ়ওয়ান ও সাউদ শাকিল যেন একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছেন। বড় শট তো দূর, দৌড়েও রান করতে পারছেন না তাঁরা। তার ফলে রান তোলার গতি কমছে পাকিস্তানের।

Advertisement

এই সমস্যা পাকিস্তানের নতুন নয়। চাপ বাড়লেই যেন খোলসের মধ্যে ঢুকে পড়েন ব্যাটারেরা। যে বলে দু’রান হয় সেই বলে এক রান নিয়েই সন্তুষ্ট থাকছেন ব্যাটারেরা। ফলে প্রতি ওভারে রান তোলার গতি কমছে। এ রকম চলতে থাকলে পরের দিকে সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement