Pakistan Cricket

পাকিস্তান দলে সাত বদল, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ফেরা হল না শাহিনের, কারা এলেন দলে?

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল বলের ক্রিকেটে নামছে পাকিস্তান। দেশের মাটিতে দু’টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিপক্ষে। সেই দল ঘোষণা করা হল শনিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২৩:০৮
Share:

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল বলের ক্রিকেটে নামছে পাকিস্তান। দেশের মাটিতে দু’টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিপক্ষে। সেই দল ঘোষণা করা হল শনিবার। দক্ষিণ আফ্রিকা গিয়ে যে দল ০-২ হেরে এসেছিল, তাতে সাতটি বদল করা হল।

Advertisement

দীর্ঘ দিন বাদে দলে ফিরেছেন ইমাম উল হক। সঙ্গে নেওয়া হয়েছে মহম্মদ হুরাইরাকে। চোট পাওয়া সাইম আয়ুব দলে নেই। বাদ দেওয়া হয়েছে ফর্ম হারানো আবদুল্লাহ শফিককে। ইমাম এবং হুরাইরা এই দু’জনের জায়গা পূরণ করবেন।

দেশের মাটিতে স্পিন বিভাগ শক্তিশালী রাখতে চায় পাকিস্তান। তাই নোমান আলির সঙ্গে সাজিদ খান এবং আব্রার আহমেদকে নেওয়া হয়েছে দলে। পেস বিভাগে বিশ্রাম দেওয়া হয়েছে আমির জামাল, মহম্মদ আব্বাস, মীর হামজ়া এবং নাসিম শাহকে। নির্বাচকেরা বেছে নিয়েছেন খুররম শাহজ়াদ এবং মহম্মদ আলিকে। পাশাপাশি দেশের হয়ে খেলার জন্য প্রথম বার ডাক পেয়েছেন কাশিফ আলি।

Advertisement

উইকেটকিপার-ব্যাটার হাসিবুল্লাহও চোটের কারণে বাদ পড়েছেন। তাঁর জায়গায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রোহেল নাজিরকে নেওয়া হয়েছে। শাহিন আফ্রিদি এই সিরিজ়েও বাদ পড়েছেন।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, বাবর আজম, মহম্মদ রিজ়ওয়ান, ইমাম উল হক, কামরান গুলাম, মহম্মদ হুরাইরা, রোহেল নাজির, নোমান আলি, সাজিদ খান, আব্রার আহমেদ, সলমন আলি আঘা, মহম্মদ আলি, খুররম শাহজাদ এবং কাশিফ আলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement