World Championship of Legends 2025

যুবরাজদের প্রতিবাদে অপমানিত পাক বোর্ড, ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা সে দেশের কর্তাদের!

যুবরাজ সিংহদের অনড় মনোভাবে দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করেছেন পিসিবি কর্তারা। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:৪৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শাহিদ আফ্রিদিদের বিরুদ্ধে খেলেননি যুবরাজ সিংহেরা। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর (ডব্লিউসিএল) গ্রুপ পর্বের ম্যাচের পর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের ক্রিকেটারেরা। যুবরাজদের পাকিস্তান বয়কটের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভবিষ্যতে আর কোনও বেসরকারি লিগে দেশের নাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

Advertisement

সন্ত্রাসবাদ এবং ক্রিকেট পাশাপাশি চলতে পারে না। ইংল্যান্ডের মাটিতে পরিষ্কার বার্তা দিয়েছেন শিখর ধওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানেরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেটারদের অনড় মনোভাবে দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করেছেন পিসিবি কর্তারা। ওই ঘটনার পর গত বৃহস্পতিবার বৈঠকে বসেন তাঁরা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও বেসরকারি লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা দল হিসাবে খেললে, সেখানে দলের নামের সঙ্গে দেশের নাম যুক্ত করা যাবে না। দলের নামে ‘পাকিস্তান’ শব্দ ব্যবহার করা যাবে না। অন্য নাম ব্যবহার করতে হবে।

পিসিবি সূত্রে জানা গিয়েছে, ভারতের খেলতে না চাওয়াকে অপমান হিসাবেই দেখছেন পিসিবি কর্তারা। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে বলে যুবরাজদের প্রতিযোগিতা থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চাপে ফেলে দিয়েছে পিসিবি কর্তাদের। কোনও বেসরকারি লিগেই আর ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে দিতে চান না তাঁরা। কোনও ফ্র্যাঞ্চাইজ়ি তাদের দলের নামে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে পিসিবি। যুবরাজ, ধাওয়ানদের অনড় মনোভাবের জন্য বেসরকারি লিগগুলো থেকে উধাও হয়ে যেতে পারে ‘পাকিস্তান’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement