Pakistan Cricket

আবার কোচ বদলাচ্ছে পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলের দায়িত্বে খোদ নির্বাচকই

পাকিস্তানের ক্রিকেটে আবার কোচ বদল হচ্ছে। সাদা বলের দায়িত্বে আসতে চলেছেন খোদ দেশের জাতীয় নির্বাচক তথা প্রাক্তন বোলার আকিব জাভেদ। অব্যাহতি দেওয়া হচ্ছে জেসন গিলেসপিকে। তিনি লাল বলের কোচই থাকবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ২১:২৭
Share:

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

পাকিস্তানের ক্রিকেটে আবার কোচ বদল হচ্ছে। সাদা বলের দায়িত্বে আসতে চলেছেন খোদ দেশের জাতীয় নির্বাচক তথা প্রাক্তন বোলার আকিব জাভেদ। সাদা বলের ফরম্যাট থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে জেসন গিলেসপিকে। তিনি লাল বলের কোচই থাকবেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সোমবার নামবে পাকিস্তান। সেখান থেকে তারা সরাসরি চলে যাবে জ়িম্বাবোয়ের হারারেতে। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। হারারেতে দলের সঙ্গে যোগ দেবেন নতুন কোচ জাভেদ।

পাক ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না জাভেদ। কিন্তু চেয়ারম্যান মহসিন নকভির জোরাজুরিতে রাজি হয়েছেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচক জাভেদ। সেই দায়িত্বে আর থাকবেন কি না তা নিশ্চিত নয়।

Advertisement

পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দর্সের কোচ হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে জাভেদের। আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে আচমকাই সাদা বলের কোচিংয়ের দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। পাক বোর্ডের বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সফরের জন্য ভার দেওয়া হয় টেস্ট দলের কোচ গিলেসপিকে। তিনি পরিবারকে সময় দেওয়ার জন্য পাকাপাকি ভাবে সাদা বলের ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি নন। তাই জাভেদকে নিয়োগ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement