ICC ODI World Cup 2023

অস্ট্রেলিয়ার ৩০৯ রানে বিরাট জয়, বিশ্বকাপের পয়েন্ট তালিকায় কী পরিবর্তন হল?

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে জায়গা মজবুত করে নিল অস্ট্রেলিয়া। অল্প কিছু পরিবর্তনও হয়েছে পয়েন্ট টেবিলে। সবার নীচে চলে গেল নেদারল্যান্ডস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ২২:০৬
Share:

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সবার নীচে চলে গেল নেদারল্যান্ডস। ছবি: আইসিসি।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিশাল ব্যবধানে জয়ের সুবাদে পরিবর্তন হল পয়েন্ট টেবিলে। নেদারল্যান্ডস নেমে গেল সবার নীচে। ৩০৯ রানে জয় গুরুত্বপূর্ণ সুবিধা করে দিল অস্ট্রেলিয়াকে।

Advertisement

নেদারল্যান্ডসকে হারিয়েও বিশ্বকাপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই থেকে গেল অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচ খেলে তিনটি জিতেছে তারা। প্যাট কামিন্সদের সংগ্রহে ৬ পয়েন্ট। ফলে টেবিলের উপরে উঠতে পারলেন না তাঁরা। তবে একটি বড় সুবিধা পেলেন তাঁরা। নেট রান রেট অনেকটা বাড়িয়ে নিলেন কামিন্সেরা। যা সেমিফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে পাঁচ বারের বিশ্বজয়ীদের জন্য। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার নেট রান রেট হল ১.১৪২।

পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। রোহিত শর্মার দল বিশ্বকাপে এখনও অপরাজিত। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট ভারতের। নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে আট পয়েন্ট টেম্বা বাভুমাদের। তাঁদের নেট রান রেট ২.৩৭০। সম সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের নেট রান রেট ১.৪৮১।

Advertisement

পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান ধরে রেখেছে পাকিস্তান। পাঁচ ম্যাচে বাবর আজ়মদের সংগ্রহ চার পয়েন্ট। তাঁদের নেট রান রেট -০.৪০০। ছ’নম্বরে রয়েছে আফগানিস্তান। তাদেরও পাঁচ ম্যাচে চার পয়েন্ট। আফগানদের নেট রান রেট -০.৯৬৯। বাকি সব দলই এখনও পর্যন্ত পেয়েছে দুই পয়েন্ট করে। অর্থাৎ একটি করে ম্যাচ জিতেছে। পার্থক্য গড়ে দিয়েছে নেট রান রেট। তবে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড খেলেছে চারটি করে ম্যাচ।

শ্রীলঙ্কা রয়েছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। তাদের নেট রান রেট -১.০৪৮। আট নম্বরে ইংল্যান্ড। জস বাটলারদের নেট রান রেট -১.২৪৮। পয়েন্ট টেবিলের ন’নম্বরে রয়েছে বাংলাদেশ। শাকিব আল হাসানের দলের নেট রান রেট -১.২৫৩। অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানে হেরে পয়েন্ট টেবিলের এক দম নীচে নেমে গিয়েছে নেদারল্যান্ডস। তাদের সংগ্রহে দু’পয়েন্ট থাকলেও নেট রান রেট -১.৯০২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন