India Vs New Zealand

রাজকোটেই সিরিজ় নিশ্চিত করতে চায় ভারত, শুভমনদের প্রথম একাদশে বদল, অভিষেকের আশায় এক ক্রিকেটার

বোলিং নিয়ে কিছুটা চিন্তা রয়েছে ভারতীয় শিবিরে। ওয়াশিংটন সুন্দরের যথাযথ পরিবর্তের কথাও ভাবতে হচ্ছে গৌতম গম্ভীরকে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতের প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে দুই ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

৩০১ রান তাড়া করে প্রথম এক দিনের ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। চোটের জন্য অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলেও উদ্বিগ্ন নন গৌতম গম্ভীর, শুভমন গিলেরা। বুধবার রাজকোটেই তিন ম্যাচের এক দিনের সিরিজ় জয় নিশ্চিত করে নিতে চায় ভারতীয় শিবির।

Advertisement

রাজকোটের ২২ গজ অচেনা নয় ভারতীয় দলের। বিরাট কোহলির ফর্ম এবং শুভমনের রানে ফেরা বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে ভারতীয় দলে। ফর্মে রয়েছেন চোট সারিয়ে ফেরা সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও। গম্ভীর চাইছেন দ্বিতীয় ম্যাচেই সিরিজ় জয় নিশ্চিত করতে। তা হলে আগামী রবিবার ইন্ডোরে তৃতীয় ম্যাচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রয়োজনীয় বিশ্রামও দিতে পারবেন গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের।

বোলিং নিয়ে অবশ্য কিছু চিন্তা রয়েছে ভারতীয় শিবিরে। প্রথম ম্যাচে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজেরা নিউ জ়িল্যান্ডের টপ অর্ডার ব্যাটারদের দ্রুত আউট করতে পারেননি। ফলে ৩০০ রান তুলে ফেলে কিউয়িরা। মাইকেল ব্রেসওয়েলের দলের ব্যাটিং শক্তি যথেষ্ট ভাল। নিউ জ়িল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং দলও। সিরিজ়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে তাই হালকা ভাবে নিচ্ছেন না গম্ভীর। ওয়াশিংটনের অভাব পূরণ করাও নতুন চ্যালেঞ্জ তাঁর কাছে। আয়ুষ বাদোনিকে দলে নেওয়া হলেও তিনি ওয়াশিংটনের ‘লাইক টু লাইক’ (যথার্থ) পরিবর্ত নন।

Advertisement

ওয়াশিংটন চোটের জন্য ছিটকে যাওয়ায় ভারতের প্রথম একাদশে অন্তত একটি পরিবর্তন হবেই। ওপেন জুটি পরিবর্তনের সম্ভাবনা নেই। শুভমনের সঙ্গে ইনিংস শুরু করবেন রোহিত শর্মা। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চার নম্বরে নামবেন শ্রেয়স। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। ছয় নম্বরে লোকেশ রাহুল। প্রথম ম্যাচের মতো রাজকোটেও তিনিই থাকবেন উইকেটরক্ষক হিসাবে। ওয়াশিংটনের পরিবর্তে প্রথম একাদশে ঢোকার লড়াই মূলত দু’জনের। ধ্রুব জুরেল এবং বাদোনির। জুরেল দেশের হয়ে ন’টি টেস্ট এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এক দিনের ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই বাদোনির। যিনিই খেলুন, বুধবার তাঁর অভিষেক হবে। তবে এগিয়ে রয়েছেন বাদোনি। কারণ তিনি অফ স্পিন করতে পারেন প্রয়োজনে। বুধবার ভারতের ব্যাটিং অর্ডারের সাত নম্বরে দিল্লির ২৪ বছরের অলরাউন্ডারকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।

ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। আট থেকে ১১ নম্বর পর্যন্ত পর পর আসবেন হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। পরিস্থিতির প্রয়োজনে হর্ষিতকে দু’-এক ধাপ উপরে ব্যাট করতে পাঠানো হতে পারে। এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই আর্শদীপ সিংহের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement