India vs South Africa 2025

বিশাখাপত্তনমেও সেই কোহলি-রোহিতের দিকেই তাকিয়ে ভারতীয় দল, শনিবার মরণ-বাঁচন ম্যাচে চিন্তা যশস্বী এবং বোলারেরা

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ ভারতের। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখার আপাতত শেষ সুযোগ। তৃতীয় ম্যাচের আগে সেই দু’জনের দিকেই তাকিয়ে ভারতীয় দল। চিন্তা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং বোলারদের নিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৫২
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে নামবে ভারত। অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখার শেষ সুযোগ। আবার অপেক্ষা করে থাকতে হবে এক মাস। যে দুই ক্রিকেটারের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, তৃতীয় ম্যাচের আগে সেই দু’জনের দিকেই তাকিয়ে ভারতীয় দল। দুই ক্রিকেটার বড় রান পেলে সহজ হবে জয়ের রাস্তা। মরণ-বাঁচন ম্যাচের আগে চিন্তা রয়েছে যশস্বী জয়সওয়াল এবং বোলারদের নিয়ে।

Advertisement

রাঁচীতে রোহিত অর্ধশতরান এবং কোহলি শতরান করেছিলেন। রায়পুরে রোহিত না পেলেও কোহলি টানা দ্বিতীয় শতরান করেছিলেন। বিশাখাপত্তনমে দুই ক্রিকেটারের ব্যাটেই রান চাইছেন সমর্থকেরা। কোহলির সামনে রয়েছে শতরানের হ্যাটট্রিকের সুযোগ। বিশাখাপত্তনমে তাঁর পরিসংখ্যানও ভাল। ফলে আশা দেখতেই পারেন সমর্থকেরা।

রুতুরাজ গায়কোয়াড় রায়পুরে শতরান করে নির্বাচকদের চিন্তা কমিয়েছেন। তবে যশস্বীকে নিয়ে চিন্তা বাড়ছে। দু’টি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে দুর্বলতা প্রতি ম্যাচেই প্রকট হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ়ের জেডেন সিলেস থেকে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও নান্দ্রে বার্গার, কারও বলেই সুবিধা করতে পারছেন না। কেরিয়ারে ৩০ বার (টেস্টে ৯, টি-টোয়েন্টিতে ১৯ এবং এক দিনের ক্রিকেটে ২) বাঁ হাতি পেসারদের বলে আউট হয়েছেন। মূলত কাট করতে গিয়েই আউট হচ্ছেন। তবু নিজের খেলার ধরন শুধরে নেওয়ার তাগিদ দেখা যাচ্ছে না তাঁর মধ্যে। বিশ্বকাপে জায়গা ধরে রাখতে হলে এখন থেকেই যশস্বীকে কাজ শুরু করতে হবে।

Advertisement

বিশাখাপত্তনমের পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে। ২০০৫ থেকে এই মাঠে ১০টি ম্যাচ খেলে ভারত জিতেছে সাতটিতে। শেষ বার অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। তবু ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখে এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের জায়গায় তিলক বর্মাকে খেলানো যেতে পারে। এতে মিডল অর্ডারও শক্তিশালী হবে। নতুন এক ব্যাটারকেও দেখে নেওয়া যাবে।

ঋষভ পন্থও হিসাবের মধ্যে রয়েছেন। তবে আংশিক সময়ের স্পিনার হওয়ার জন্য তিলক পন্থের থেকে এগিয়ে থাকবেন। উপকূলীয় অঞ্চল হওয়ায় বাতাসে আর্দ্রতা থাকবে। রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা। রাঁচী বা রায়পুরের মতো না হলেও শিশির পড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার ঐচ্ছিক অনুশীলনে রোহিত, কোহলি-সহ বড় ক্রিকেটারদের কাউকেই দেখা যায়নি। যশস্বী, ওয়াশিংটন, নীতীশ রেড্ডি এবং তিলক এসেছিলেন।

ভারতের বোলারেরা রায়পুরে একেবারেই বেকায়দায় ফেলতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। শিশিরে বল পিচ্ছিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন স্পিনারেরা। বিশাখাপত্তনমে হয়তো একটু সাহায্য পাওয়া যাবে। তবে নিয়ন্ত্রিত বোলিং না করলে এবং ফিল্ডিংয়ে উন্নতি না হলে এই ম্যাচও হাতছাড়া হতে পারে।

দক্ষিণ আফ্রিকার চিন্তা টনি ডি জর্জি এবং বার্গার। দু’জনকেই রায়পুরে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তৃতীয় ম্যাচে তাঁরা খেলতে পারেন কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement