IPL 2024

অশ্বিন কি আবার ধোনির চেন্নাইয়ে ফিরছেন? রাজস্থানের অফ স্পিনারের মন্তব্য ঘিরে জল্পনা

২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত সিএসকের হয়ে আইপিএল খেলেছেন অশ্বিন। আবার তিনি ফিরতে পারেন ধোনির দলে। অশ্বিনের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৭:৪০
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিন কি আবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন? জল্পনা তৈরি হয়েছে অফ স্পিনারের কথাতেই। এক ক্রিকেটপ্রেমীর প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনি উত্তর দিতে পারবেন।

Advertisement

২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ধোনির দলে ছিলেন অশ্বিন। ধোনির সঙ্গে তিনি রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়েও খেলেছেন। ধোনির সঙ্গে অশ্বিনের সম্পর্কও বেশ ভাল। তাই তাঁর পুরনো দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সম্প্রতি এক ক্রিকেটপ্রেমী সমাজমাধ্যমে অশ্বিনের কাছে জানতে চান, ‘‘আপনাকে কি আবার হলুদ জার্সিতে দেখতে পাব আমরা?’’ উত্তরে অশ্বিন বলেছেন, ‘‘এই প্রশ্নটা আপনি বড় ভাই এমএস ধোনিকে করতে পারেন।’’ অশ্বিনের এই উত্তর থেকে জল্পনা তৈরি হয়েছে, তিনি আবার নিজের শহরের ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলতে পারেন।

২০১৮ সালে আইপিএলের নিলামে অশ্বিনকে ৪ কোটি টাকা দিয়ে কিনতে চায়নি চেন্নাই। অশ্বিনকে নিয়ে পঞ্জাব কিংস এবং চেন্নাইয়ের মধ্যে লড়াই শুরু হয়। পঞ্জাব ৩ কোটি ৮০ লাখ টাকা দাম দিতে চাইলে হাল ছেড়ে দিয়েছিলেন চেন্নাই কর্তৃপক্ষ। তার পর চেন্নাইয়ে ফেরা হয়নি তাঁর। পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ঘুরে তিনি এখন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। ২০২২ সালের নিলামে তাঁকে ৫ কোটি টাকায় কিনেছিলেন রাজস্থান কর্তৃপক্ষ। রাজস্থান অবশ্য অভিজ্ঞ অফস্পিনারকে ছেড়ে দেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি।

Advertisement

ভারতের টেস্ট দলে অশ্বিন নিয়মিত হলেও এক দিনের এবং টি-টোয়েন্টিতে নিশ্চিত নন। গত এক দিনের বিশ্বকাপের দলে থাকলেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। চেন্নাইয়ের হয়ে আইপিএলের ১২১টি ম্যাচ খেলেছিলেন অশ্বিন। ধোনির দলের হয়ে ১২০টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন