Rohit Sharma

‘রান না করলে তো সমালোচনা হবেই’, রোহিতকে ওষুধ বাতলে দিলেন অশ্বিন

ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না রোহিত শর্মা। ফলে তাঁর সমালোচনাও হচ্ছে। এই পরিস্থিতিতে সমালোচকদের কী ভাবে জবাব দেবেন রোহিত? ওষুধ বাতলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রান করতে পারছেন না রোহিত শর্মা। ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না রোহিত শর্মা। একটির পর একটি ম্যাচে কম রানে আউট হচ্ছেন। ফলে প্রতি ম্যাচে তাঁর সমালোচনাও হচ্ছে। এই পরিস্থিতিতে সমালোচকদের কী ভাবে জবাব দেবেন রোহিত? ওষুধ বাতলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

অশ্বিন মনে করেন নিজের সমস্যার কথা রোহিতের থেকে ভাল কেউ জানেন না। তিনি বুঝতে পারছেন কোথায় সমস্যা হচ্ছে। অশ্বিন বলেন, “বিষয়টা অত সহজ নয়। রোহিতের চোখ দিয়ে বিষয়টা বোঝা উচিত। ওর নিজেরই সবচেয়ে খারাপ লাগছে। ও নিশ্চয়ই হতাশ। ও চাইছে রান করতে। কিন্তু পারছে না। যে ফরম্যাটে ও এত ভাল করেছে, সেই ফরম্যাটেও রান করতে পারছে না। ফলে ওর উপর চাপ বাড়ছে।”

ভাল খেলতে না পারলে যে সমালোচনা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু তার জবাব মুখে দেওয়া যাবে না বলেই মনে করেন অশ্বিন। তিনি বলেন, “রান না করলে তো সমালোচনা হবেই। যারা খেলা দেখছে তারা প্রশ্ন করবেই। এই প্রশ্ন মুখে জবাব দিয়ে থামানো যাবে না। এর একটাই উপায়। ভাল খেলতে হবে। রান করলে সব সমালোচনা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।”

Advertisement

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রান করে আউট হয়েছেন রোহিত। তার পরেও দল জিতেছে। কিন্তু রোহিতের ফর্ম ভারতের চিন্তা বাড়াচ্ছে। কয়েক দিন পরেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে রোহিত ভারতের অধিনায়ক। তিনি যত তাড়াতাড়ি ফর্মে ফিরবেন তত ভারতের মঙ্গল, এমনটাই মনে করেন অশ্বিন।

রোহিত ভাল খেলতে না পারলেও নাগপুরে ভাল খেলেছেন রবীন্দ্র জাডেজা। ৩ উইকেট নিয়েছেন তিনি। পরে অপরাজিত থেকে খেলা শেষ করে ফিরেছেন। অলরাউন্ডার হিসাবে জাডেজাকে নিজের থেকে অনেক উপরে রেখেছেন অশ্বিন। তিনি বলেন, “জাডেজা ফিল্ডিংয়ে ১০-এর মধ্যে ১০-এর বেশি পাবে। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে পারে। বোলার হিসাবে ও কী করতে পারে তা নাগপুরে দেখা গিয়েছে। এই বয়সেও জাডেজা দলের মধ্যে সবচেয়ে ভাল ফিল্ডার। ও আমার থেকে অনেক ভাল। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জাডেজা এই ফর্ম ধরে রাখবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement