Riyan Parag Penalised

আইপিএলে ধোনিদের হারিয়েও ধাক্কা রাজস্থান শিবিরে, শাস্তি পেলেন অধিনায়ক পরাগ

আইপিএলের চলতি মরসুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু সেই আনন্দের মাঝেই ধাক্কা রাজস্থান শিবিরে। শাস্তি পেয়েছেন অধিনায়ক রিয়ান পরাগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১০:৪৭
Share:

রিয়ান পরাগ। ছবি: রয়টার্স।

অধিনায়ক হিসাবে মরসুমের শুরুটা ভাল হয়নি রিয়ান পরাগের। প্রখম দুই ম্যাচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। তৃতীয় ম্যাচে জয়ে ফিরেছে রাজস্থান। চেন্নাই সুপার কিংসকে হারানোর আনন্দের মাঝেই অবশ্য ধাক্কা খেয়েছে রাজস্থান। শাস্তি পেতে হয়েছে অধিনায়ক পরাগকে।

Advertisement

মন্থর বোলিংয়ের জন্য শাস্তি হয়েছে পরাগের। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএলের ‘কোড অফ কনডাক্ট’-এর ২.২২ নম্বর ধারায় দোষী প্রমাণিত করা হয়েছে পরাগকে। সেই কারণে শাস্তি পেয়েছেন তিনি। এই প্রথম বার রাজস্থানকে জরিমানা করা হল।

এ বার অবশ্য মন্থর বোলিংয়ের জন্য নির্বাসনের ধাক্কা খেতে হবে না কোনও অধিনায়ককে। গত বারের দোষে এ বারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তার পরেই নিয়ম বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগে তিনটি ম্যাচে মন্থর বোলিংয়ের শাস্তি পেলে এক ম্যাচ নির্বাসিত হতেন অধিনায়ক। এ বার থেকে ডিমেরিট পয়েন্ট পাবেন তিনি।

Advertisement

হার্দিক অবশ্য এই মরসুমেও শাস্তি পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে ৩৬ রানে হেরেছে মুম্বই। সেই ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্বে ফিরেছেন হার্দিক। প্রথম ম্যাচেই মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে তাঁকে। সোমবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে রাজস্থান। নীতীশ রানা ৩৬ বলে ৮১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ৬ রানে ম্যাচ জেতে রাজস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement