শতরানের পর পাটীদার। ছবি: পিটিআই।
অধিনায়ক রজত পাটীদার এবং যশ রাঠোরের শতরানে ভর করে দলীপ ট্রফির ফাইনালে সুবিধাজনক জায়গায় মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের স্পিনার না থাকার অভাব কাজে লাগিয়ে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৩৮৪ রান তুলে ফেলেছে তারা। এখনই এগিয়ে ২৩৫ রানে। খেলা এখনও দু’দিন বাকি। পাটীদার ১১৫ বলে ১০১ রান করেছেন। রাঠোর খেলছেন ১৩৭ রানে। সঙ্গে সারাংশ জৈন (অপরাজিত ৪৭)।
বিনা উইকেটে ৫০ রান নিয়ে খেলা শুরু করেছিল মধ্যাঞ্চল। প্রথম সেশনে ১০২ রান তুললেও হারায় দানিশ মালেওয়ার (৫৩), অক্ষয় ওয়াদকর (২২) এবং শুভম শর্মাকে (৬)। পেসার গুরজপনীত সিংহ ভাল বল করছিলেন। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেশনে ব্যাট করা অনেক সহজ হয়ে যায়। পাটীদার এবং রাঠোর সুযোগ কাজে লাগান। রিকি ভুইকে চার মেরে দক্ষিণাঞ্চলের তোলা ১৪৮ রান পেরিয়ে যেতে মধ্যাঞ্চলকে সাহায্য করেন পাটীদার।
এর পরেই দু’জনে সহজ ভঙ্গিতে খেলতে শুরু করেন। মধ্যাহ্নভোজের পরে ১২৪ রান যোগ করেন। ভাল খেলছিলেন পাটীদারই। বেশ কিছু দর্শনীয় শট দেখা যায় তাঁর ব্যাট থেকে। ভুইকে পর পর চার, ছয়, চার মারেন। গুরজপনীতকেও একটি ছয় এবং চার মারেন। অঙ্কিত শর্মার বলে এক রানে নিয়ে শতরান পূরণ করেন। তার পরেই আউট হয়ে যান। দলীপে স্বপ্নের ফর্মে রয়েছে পাটীদার। চারটি ইনিংসে তাঁর রান ১২৫, ৬৬, ৭৭, ১০১।
ঠান্ডা মাথায় রাঠোর নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান। গত মরসুমের রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তাঁরই। ১৩২ বলে শতরান করেন তিনি। এখনও পর্যন্ত ষষ্ঠ উইকেটে জৈনের সঙ্গে ১১৮ রান তুলেছেন। খেলার দু’দিন বাকি থাকায় প্রথম ইনিংসে ৫০০-র উপর রান তুলতে পারলে মধ্যাঞ্চলের সরাসরি জয়ের সম্ভাবনা আরও বাড়তে পারে।