Ranji Trophy 2022-23

১৪৩ রানে এগিয়ে সৌরাষ্ট্র, প্রথম ইনিংসে এখনও ৫ উইকেট তোলা বাকি বাংলার

রঞ্জি ট্রফির ফাইনালে খেলছে বাংলা এবং সৌরাষ্ট্র। দুই দল এর আগেও রঞ্জি ফাইনালে মুখোমুখি হয়। সে বার হেরে যায় বাংলা। এ বারের ফাইনালেও বাংলার শুরুটা ভাল হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৩
Share:

অর্ধশতরান শেল্ডন জ্যাকসনের। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫২ key status

সৌরাষ্ট্র এগিয়ে ১৪৩ রানে

দিনের শেষে সৌরাষ্ট্র ৩১৭/৫। বাংলার থেকে ১৪৩ রানে এগিয়ে তারা।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২ key status

অর্ধশতরান চিরাগের

অর্ধশতরান করলেন সৌরাষ্ট্রের চিরাগ জানি। তিনি তৃতীয় ব্যাটার, যিনি এই ইনিংসে অর্ধশতরান করলেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭

১০০ রানে এগিয়ে গেল সৌরাষ্ট্র

প্রথম ইনিংসে ১৭৪ রান করেছিল বাংলা। সেই রান টপকে গিয়েছে সৌরাষ্ট্র। ৭৬ ওভারে ২৮৯ রান তুলে নিয়েছে তারা। হাতে এখনও ৫ উইকেট।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫

একাধিক ক্যাচ পড়ল

স্লিপে বেশ কিছু ক্যাচ পড়েছিল। বাউন্ডারিতে শাহবাজ় ক্যাচ ফেললেন। কোনও কিছুই বাংলার দিকে গেল না।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪

খেলা শুরু হলেও পরিবর্তন হল না কিছুই

আলো ফিরতে খেলা শুরু হল। কিন্তু বাংলার বোলিংয়ে কোনও পরিবর্তন দেখা গেল না। উইকেটের বাইরে বল করে গেলেন তাঁরা। কখনও লেগ স্ট্যাম্পে বল করলেন। সেই সব বলে উইকেট আসার কথা ছিল না, আসেওনি।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৯

আলো কমে গিয়েছে ইডেনে

চা বিরতির পর তৃতীয় সেশন শুরু করতে দেরি হচ্ছে। মাঠে আলো কমে যাওয়ায় খেলা শুরু করা যাচ্ছে না।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৬ key status

দ্বিতীয় দিনে চা বিরতি

বাংলার রান টপকে ৬৪ রানে এগিয়ে গেল সৌরাষ্ট্র। ২৩৮ রান তুলে ফেলেছে তারা। হাতে এখনও ৫ উইকেট।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ key status

আউট জ্যাকসন

ঈশানের বলে আউট জ্যাকসন। পুল করতে গিয়ে প্রদীপ্তের হাতে ধরা পড়েন তিনি।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৬

২১ রানে এগিয়ে সৌরাষ্ট্র

বাংলার ১৭৪ রান টপকে গেল সৌরাষ্ট্র। ২১ রানে এগিয়ে গেল তারা।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৮ key status

মধ্যাহ্নভোজে সৌরাষ্ট্র ১৪৮/৪

প্রথম সেশনে উইকেট নেওয়া প্রয়োজন ছিল বাংলার। মাত্র ২ উইকেট নিয়েছে তারা। সৌরাষ্ট্র ৪৬ ওভার শেষে ১৪৮ রানে ৪ উইকেট। বাংলার থেকে এখনও ২৬ রানে পিছিয়ে রয়েছে তারা।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৫ key status

৪০ ওভার শেষে ১৩৫ রান সৌরাষ্ট্রের

শুক্রবার সকাল থেকে ২ উইকেট নিতে পেরেছে বাংলা। সৌরাষ্ট্র ৪০ ওভারে ১৩৫ রান তুলেছে। ৪ উইকেট নিয়েছে বাংলা। এখনও ৩৯ রানে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২২ key status

উইকেট পেলেন ঈশান

বৃহস্পতিবার রাতপ্রহরী হিসাবে নামা চেতন ৪৫ বল খেলে গেলেন। তাঁর উইকেট নিলেন ঈশান। বাংলার পেসারের বলে বোল্ড হন চেতন।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৮ key status

অবশেষে উইকেট পেল বাংলা

মুকেশের বলে এলবিডব্লিউ হারভিক। সুইং করে ভিতর ঢুকে আসা বলে আউট হলেন সৌরাষ্ট্রের ওপেনার।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৪ key status

অর্ধশতরান হারভিকের

অর্ধশতরান করলেন সৌরাষ্ট্রের ওপেনার হারভিক। ২৫ ওভারে ১০০ রান তুলে নিয়েছে সৌরাষ্ট্র। 

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৪

দ্বিতীয় দিনের শুরু

আকাশ দীপ এবং মুকেশ কুমার বাংলার হয়ে বোলিং আক্রমণ শুরু করেছেন। সৌরাষ্ট্রের দুই ব্যাটার হারভিক দেসাই এবং রাতপ্রহরী হিসাবে ব্যাট করতে নামা চেতন সাকারিয়া দিনের শুরুতে বল দেখে খেলার চেষ্টা করছেন। তাঁরা জানেন পাঁচ দিনের ম্যাচে এখনও অনেক সময় বাকি। তাই দিনের শুরুতে তাড়াহুড়ো করার চেষ্টা করছেন না তাঁরা।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১০ key status

প্রথম দিনের শেষে

রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলা। ১৭৪ রানে অল আউট হয়ে যায় তারা। অর্ধশতরান করেন শাহবাজ় আহমেদ এবং অভিষেক পোড়েল। জবাবে ব্যাট করতে নেমে ৮১ রানে ২ উইকেট হারায় সৌরাষ্ট্র। বাংলার থেকে ৯৩ রানে পিছিয়ে রয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement