BGT 2024-25

তিন ইনিংসে ১৯ রান, তবু রোহিতকে ছয়েই খেলতে বললেন শাস্ত্রী, বাতলে দিলেন সাফল্যের রাস্তা

তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত শর্মা। তবু তাঁকে ছয়েই খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

প্রথম টেস্টে খেলতে পারেননি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য। অ্যাডিলেডে ফেরার পর থেকে খেলতে হয়েছে ছ’নম্বরে। সাফল্য পাননি রোহিত শর্মা। তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন। তবু রোহিতকে ছয়েই খেলার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ অবশ্য সফল হওয়ার রাস্তাও বলে দিয়েছেন অধিনায়ককে।

Advertisement

শাস্ত্রীর মতে, রোহিতের উচিত স্বচ্ছ মানসিকতা নিয়ে ক্রিজ়ে নামা, কৌশলে বদল আনা এবং বোলারদের আক্রমণ করা। তিনি বলেছেন, “আমি চাই রোহিত কৌশলে বদল আনুক। কারণ ছয় নম্বরেও ও বোলারদের আক্রমণ করার ক্ষমতা রাখে। ওকে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নামতে হবে। আক্রমণ করে বিপক্ষকে চাপে ফেলতে হবে। আর কিছু নিয়ে যেন না ভাবে।”

শাস্ত্রী জানিয়েছেন, রোহিত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নামেন বলেই সফল হতে পারছেন না। বলেছেন, “রক্ষণ না আক্রমণ, দু’রকম মানসিকতা নিয়ে রোহিত খেলতে নামুক, এটা আমরা কেউই চাই না। দ্বন্দ্বে ভুগলেই রোহিতের উচিত আগ্রাসী খেলা। বিপক্ষকে পাল্টা চাপে ফেলতে হবে। যদি ১৫-২০ মিনিট কাটিয়ে দিতে পারে তা হলেই হবে। আগের ইনিংসগুলোতে সেই সময়টা কাটাতে পারেনি। নিজের স্বাভাবিক খেলা খেলতে সমস্যা কোথায়? যাও, গিয়ে বিপক্ষকে আক্রমণ করো।”

Advertisement

ভারতের প্রাক্তন কোচের মতে, ছ’নম্বর জায়গায় তাঁরাই খেলেন যাঁরা প্রতি আক্রমণে সিদ্ধহস্ত। রোহিতকেও সেই মানসিকতা নিয়ে নামার পরামর্শ দিয়েছেন। শাস্ত্রীর কথায়, “শুধু ফর্মে ফেরাই নয়, দেখতে চাই যে রোহিত ভারতকে ম্যাচ জেতাচ্ছে। ছয় নম্বরে সেরা তারাই যারা প্রতি আক্রমণ করতে পারে। ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement