Virat Kohli and Rohit Sharma

‘রোহিত-কোহলিকে বেশি ঘাঁটাতে যেয়ো না’, সমালোচকদের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কোচ শাস্ত্রী

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বেশি ঘাঁটালে ফল মোটেই ভাল হবে না। সমালোচকদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ সাফ জানিয়েছেন, সমালোচকদের উবে যেতে এক মুহূর্তও সময় লাগবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:২৯
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বেশি ঘাঁটালে ফল মোটেই ভাল হবে না। সমালোচকদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ সাফ জানিয়েছেন, রোহিত এবং কোহলি যদি পাল্টা ঘুরে দাঁড়ান তা হলে সমালোচকদের উবে যেতে এক মুহূর্তও সময় লাগবে না।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচেই শতরান করেছেন কোহলি। রোহিত প্রথম ম্যাচে অর্ধশতরান করেছেন। বিশ্বকাপে খেলা নিয়ে দু’জনের যে শঙ্কা তৈরি হয়েছিল তা ক্রমশ দূর হচ্ছে। তাই শাস্ত্রীর মতে, রোহিত-কোহলিকে নিজেদের মতো করে ছেড়ে দেওয়া উচিত।

‘প্রভাত খবর’-কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা এক দিনের ক্রিকেটের দৈত্য। ওদের মাপের ক্রিকেটারদের সঙ্গে বেশি ঝামেলা করতে যেয়ো না।” সাম্প্রতিক কালে দুই ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে যে কাটাছেঁড়া চলছে সে দিকেই ইঙ্গিত করেছেন শাস্ত্রী। হয়তো গৌতম গম্ভীর বা নির্বাচক অজিত আগরকরকেও নিশানা করেছেন।

Advertisement

শাস্ত্রী বলেছেন, “কেউ কেউ এই কাজটা নিয়মিত করে চলেছে। এটুকুই হবলতে পারি। যদি ওরা পাল্টা ঘুরে দাঁড়ায়, সঠিক বোতাম টিপে দেয়, তা হলে যারা আশেপাশে রয়েছে সব মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে। এমন ক্রিকেটারদের সঙ্গে মজা করাই উচিত নয়।”

সঞ্চালক প্রশ্ন করেন, “কারা ওঁদের সঙ্গে মজা করছে?” শাস্ত্রীর উত্তর, “কেউ কেউ তো করছেই। যাদের করার তারাই করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement