IPL 2025

আইপিএলে সমস্যায় বেঙ্গালুরু, খেলতে পারবেন না অধিনায়ক পাটিদার, নেতৃত্বে কি কোহলি?

আগেই জানা গিয়েছে চোটের জন্য বাকি আইপিএলে অনিশ্চিত অস্ট্রেলীয় জোরে বোলার জস হেজ়লউড। আঙুলের চোটের জন্য এক রকম ছিটকে গেলেন অধিনায়ক রজত পাটিদারও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৮:১৭
Share:

বিরাট কোহলি। ছবি: বিসিসিআই।

১৭ মে থেকে আবার শুরু হবে আইপিএল। প্রথম দিনই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচের আগে সমস্যায় বিরাট কোহলিরা। দলের অধিনায়ক রজত পাটিদারকে সম্ভবত পাবেন না তাঁরা। কে অধিনায়কত্ব করবেন আরসিবি-র? বিরাট কোহলিকে কি আবার নেতৃত্ব দিতে দেখা যেতে পারে? না, সেই সম্ভাবনা নেই। নেতৃত্ব দেবেন জিতেশ শর্মা।

Advertisement

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ৩ মে-র ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন পাটিদার। তার পর সমাজমাধ্যমে বেঙ্গালুরু কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ৯ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারবেন না পাটিদার। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জিতেশ। সে দিনই ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই আশা করা হয়েছিল আইপিএল শুরু হলে খেলতে পারবেন পাটিদার।

বেঙ্গালুরু শিবিরের সেই আশায় জল ঢেলে দিয়েছে পাটিদারের চোট। আরসিবি সূত্রে খবর, পাটিদারের আঙুলের চোট সারতে বেশ কিছু দিন সময় লাগবে। আইপিএলে তাঁর আর খেলার সম্ভাবনা নেই। শুধু তা-ই নয়, ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টও সম্ভবত খেলা হবে না তাঁর।

Advertisement

আগেই জানা গিয়েছে, চোটের জন্য বাকি আইপিএলে অনিশ্চিত অস্ট্রেলীয় জোরে বোলার জস হেজ়লউড। একরকম ছিটকে গেলেন পাটিদারও। স্বভাবতই ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু আইপিএলের গুরুত্বপূর্ণ পর্বের আগে চাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement