IPL 2025

শুক্রবার আইপিএলে কোহলিদের ম্যাচ কি হবে? জরুরি বৈঠকের পর কী সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের

বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন জম্মুতে হামলা করে পাকিস্তান। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ০৯:৫৩
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

মাঝপথে ম্যাচ বন্ধ করে দিতে হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার কি আইপিএলের ম্যাচ হবে? আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, শুক্রবারের ম্যাচ এখনও পর্যন্ত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের উপর।

Advertisement

বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন জম্মুতে হামলা করে পাকিস্তান। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। আলো নেবানো হয় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা বাতিল করে করে দেওয়া হয়। শুক্রবার ম্যাচ রয়েছে লখনউয়ে। সেখানে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সংবাদ সংস্থা পিটিআই-কে ধুমল বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনও নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

ধর্মশালার বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সেই কারণে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দলের সকলকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে পঠানকোটে। সেখান থেকে ট্রেনে করে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। ধর্মশালায় ১১ মে পঞ্জাবের ম্যাচ ছিল মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ অহমদাবাদে সরিয়ে দেওয়া হয়েছে।

ভারত-পাক সংঘাতের কারণে বাতিল হয়েছে পাকিস্তান সুপার লিগের ম্যাচও। সেই প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement